রোহিতকে নিয়ে কটূক্তি করে তোপের মুখে কংগ্রেস মুখপাত্র

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট তো বটেই,ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ওপেনার রোহিত শর্মা। তার বিধ্বংসী ব্যাটিং ও আক্রমণাত্মক মানসিকতার জন্য ক্রিকেট বিশ্বে পরিচিত তিনি। এবার সেই রোহিতকে নিয়েই বাজে মন্তব্য করে বসলেন ভারতীয় কংগ্রেসের মুখপাত্র শামা মোহাম্মদ। আর তাতেই নেটিজেনদের তোপের মুখে পড়েছেন এই কংগ্রেস নেত্রী।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫ রান করে আউট হন রোহিত। এরপরই রোহিত শর্মাকে মোটা আর গড়পড়তা খেলোয়াড় উল্লেখ করে টুইট করে বসেন শামা মোহাম্মদ। টুইটে শামা লেখেন, ‘একজন খেলোয়াড় হিসেবে রোহিত শর্মা বেশি মোটা। তার ওজন কমানো উচিত। আর অবশ্যই উনি ভারতের ইতিহাসে সব থেকে বাজে অধিনায়ক।’ শুধু তাই নয়, তিনি দাবি করেন যে রোহিত অত্যন্ত মাঝারি মানের খেলোয়াড়। তিনি ভাগ্যবান যে ভারতের অধিনায়ক হয়ে গিয়েছেন।

বিজ্ঞাপন

এমন মন্তব্যের পর স্বাভাবিকভাবে নেটিজেনদের তোপের মুখে পড়ে টুইট ডিলিট করতে হয়েছে শামাকে। তবে তাতে বিতর্ক এড়ানো যায়নি। কংগ্রেসের সমালোচনা করছে ভারতের ক্রিকেট প্রেমীদের থেকে শুরু করে বিজিপিও।

কংগ্রেস নেত্রীর এমন মন্তব্যে সমালোচনা করে বিজিপি নেতা শেহজাদ পুনাওয়ালা বলেন,‘যারা রাহুল গান্ধীর অধিনায়কত্বে (নেতৃত্বে) ৯০ টি নির্বাচন হেরেছে,তারা আবার এসেছে রোহিতের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা করতে।’

বিজ্ঞাপন