গ্রুপ পর্ব শেষে ব্যাটিং-বোলিংয়ে সেরা যারা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব। আট দলের মাঝে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে টিকে আছে চার দল।  ভারত, অস্ট্রেলিয়া ,নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল নিশ্চিত করেছিল আগেই। আর টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে স্বাগতিক পাকিস্তান,ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশ। তবে সেমিতে কে কার বিপক্ষে মাঠে নামবে সেটা নিশ্চিত হতে অপেক্ষা করতে হয়েছে গতকালের ভারত-নিউজিল্যান্ড ম্যাচ পর্যন্ত। যেখানে নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

গ্রুপপর্বে অপরাজিত থাকা ভারত ‘এ’ গ্রুপের শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। আর ‘বি’ গ্রুপে সবার ওপর দক্ষিণ আফ্রিকা। আর দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। নিয়ম অনুযায়ী, ভারতের সেমিফাইনাল অস্ট্রেলিয়ার বিপক্ষে। আগামী ৪ তারিখ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। আর নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ মার্চ লাহোরে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা।  

বিজ্ঞাপন

গ্রুপ পর্বের ১২ ম্যাচে ব্যাটে-বলে লড়াই হয়েছে সমানে সমানে। দলকে জেতানোর পাশাপাশি ক্রিকেটারদের একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টাও ছিল আসর জুড়ে। সর্বোচ্চ রানের তালিকায় হয়েছে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াই। যেখানে আসর থেকে ছিটকে যাওয়া ইংল্যান্ডের দুই ব্যাটার বেন ডাকেট ও জো রুট আছেন সবার উপরে।

গ্রুপ পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহক

বিজ্ঞাপন

ক্রম

নাম

ম্যাচ

রান

বেন ডাকেট

২২৭

জো রুট

২২৫

ইব্রাহিম জাদরান

২১৬

টম লাথাম

১৮৭

শুভমান গিল

১৪৯

বোলিংয়ে আধিপত্য দেখিয়েছেন পেসাররা। শীর্ষ পাঁচ উইকেট সংগ্রাহকের সকলেই পেসার। যেখানে সেরা পাঁচের দুজনই নিউজিল্যান্ডের।

গ্রুপ পর্ব শেষে সেরা উইকেট সংগ্রাহক

ক্রম

নাম

ম্যাচ

উইকেট

গড়

ম্যাট হেনরি

১৫.৫০

আজমাতউল্লাহ ওমারজাই

২০.০০

উইলিয়াম ওরুকে

২৩.৬৭

বেন ডোয়ারসুইস

১৮.৮৩

জোফরা আর্চার

৩৩.৫০