লিগের উদ্বোধনী দিনে হারল আবাহনী-রূপগঞ্জ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আজ থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ( ডিপিএল)। উদ্বোধনী দিনে আবাহনী লিমিটেডকে ৬ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। আর রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৩ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ১০ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৩৪ রান করে আবাহনী। মোসাদ্দেক হোসেন সৈকত করেন ৭৩ রান আর পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে আসে ৫০ রান। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক ইমরুল কায়েসের ৯৪ রান ও সাদমান ইসলামের ৪৬ রানে ৫ ওভার ও ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় অগ্রণী ব্যাংক। এ ম্যাচে ম্যাচসেরা হয়েছেন ইমরুল কায়েস।

বিজ্ঞাপন

অপর ম্যাচে বিকেএসপির ৪ নাম্বার মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে ২১৬ রানেই গুটিয়ে যায় রূপগঞ্জের ইনিংস। রূপগঞ্জের হয়ে আব্দুল মজিদ ৫৩ ও তানভীর হায়দার খেলেছেন ৪৭ রানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে শাহাদাত হোসেন দিপুর ৩৯ বলে ৫৪ ও শামীম হোসেন পাটোয়ারির অপরাজিত ৯৮ রানের ইনিংসে ৩২.৪ ওভারেই জয় তুলে নেয় প্রাইমব্যাংক। ম্যাচসেরা হয়েছেন ৮৩ বলে ৯৮ রান করা শামীম।