দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আব্দুল হালিম

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের কোন ক্ষতি করতে পারবে না বলে মন্তব্য করেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম।

শনিবার (২২ মার্চ) বিকেলে জামালপুরের ইসলামপুরের ঐতিহাসিক জনতা মাঠে পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত হয় ইফতারপূর্ব বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

সাবেক মন্ত্রীপরিষদ সচিব বলেন, বাংলাদেশের শান্তিকামী জনসাধারণের প্রকৃত মুক্তির সনদ হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন। এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমেই দেশে ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে।

ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের আইনজীবি সুফিয়া বেগম, জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ইসলামপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হেলাল উদ্দীন, ইসলামপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান শাহীন, ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান খান লোহানী সোহাগ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম খান লোহানী, ইসলামপুর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সোহানুর রহমান সোহান।

বিজ্ঞাপন

ইসলামপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির খান লোহানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সৈয়দ মামুনুর রশিদ মিন্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেলিম, উপজেলা বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক শেখ মো. ওয়ারেস আলী, সাপধরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান চৌধুরীর, বেলগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ দানু, উপজেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক রুহুল আজম লুলু, ইসলামপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলীম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল করিম, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল আজিজ প্রধান, আক্রাম হোসেন, নুরল ইসলাম নুরু, ফজলুল করিম ফেক্কু, কাজী, জাহিদ খান, শাহজামাল বদি প্রমুখ।

আলোচনা পর্ব শেষে দোয়া ও ইফতার অনুষ্ঠানে ইসলামপুর পৌরসভা ও ইসলামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অন্তত পাঁচ হাজার বিএনপি নেতাকর্মী অংশ গ্রহণ করেন।