ডিসেম্বর-ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করলে আমাদের দ্বিমত থাকবে না: সারজিস

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সরকার যদি ডিসেম্বর, জানুয়ারী-ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আয়োজন করতে পারে, আমাদের এক্ষেত্রে কোনো দ্বিমত থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (২২ মার্চ) জাতীয় প্রেসক্লাবে রংপুর বিভাগ রিপোর্টার্স ফোরামের (আরডিআরএফ) ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সারজিস আলম বলেন, বিএনপি তাদের পক্ষ থেকে বলেছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেছে। আমরা আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি যে, সরকার যদি ডিসেম্বর, জানুয়ারী-ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আয়োজন করতে পারে, আমাদের এক্ষেত্রে কোনো দ্বিমত থাকবে না।

তিনি বলেন, নির্বাচনের সময়টা নির্দিষ্ট করা হোক এবং আমরা সেটাকে সামনে রেখে সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হই। আমাদের ভেতরে নির্বাচন কবে হবে সেটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ না থাকুক।

বিজ্ঞাপন

‘মব জাস্টিস’ কখনোই কাম্য নয় উল্লেখ করেন সারজিস আলম বলেন, মব জাস্টিস আমাদের আকাঙ্খিত  যে চাওয়া সেটির দিকে নিয়ে যেতে পারে না। কারণ দিন শেষে আমরা সুষ্ঠুর বিচার ব্যবস্থা চাই।

ইফতার মাহফিলে আরো বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।