আ.লীগের নিবন্ধন বাতিল করতে হবে: আখতার হোসেন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে এনসিপি'র সদস্য সচিব আখতার হোসেন বলেন, আ.লীগের নিবন্ধন বাতিল করতে হবে। দল হিসেবে আ.লীগের বিচার করতে হবে।

শনিবার (২২ মার্চ) রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত গণহত্যাকারী ও স্বৈরাচার আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

আখতার হোসেন বলেন, অবিলম্বে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম করতে দেয়া যাবে না। আ.লীগের নিবন্ধন অনতিবিলম্বে বাতিল করতে হবে।

তিনি বলেন, অনেকে আ.লীগের ভালো নেতৃত্বের কথা বলে। কিন্তু, আ.লীগে তো কোনো ভালো নেতৃত্ব নেই। সামনের দিকে আ.লীগের কোনো রাজনীতি চলবে না সে নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে।

বিজ্ঞাপন