‘বিচারের পূর্বে আ.লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না’
-
-
|

ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। যেখানে ৫ আগস্টের রক্তের দাগ শুকায় নায় সেখানে আওয়ামী লীগকে রাজনীতি করার কোনো সুযোগ এদেশের মানুষ দিবে না।
শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি আশুগঞ্জ উপজেলা শাখার আয়োজনে রওশন আরা জলিল উচ্চবিদ্যালয়ের হলরুমে ইফতার মাহফিলে তিনি এই কথা বলেন।
কায়েমী স্বার্তবাদীদের কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ আর ফেরত আসবে না। কারণ আওয়ামী লীগ জন্ম থেকেই ফ্যাসিস্ট ছিল। কাজেই আওয়ামী লীগের জন্য আর মায়া কান্না করে কোন লাভ নেই। তাছাড়া রিফাইন্ড আওয়ামী লীগ বলতে কিছু নেই। কারণ শেখ মুজিবের আওয়ামী লীগ দেশে বাকশাল কায়েম করেছিল। আওয়ামী লীগ কোনো সময় শোধরাবে না। দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে ৫ আগস্টের মত সকল মত ও পথকে একসাথে থাকার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ মেহেদীর সভাপতিত্বে বক্তৃতা করেন, কেন্দ্রীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক আতাউল্লাহ, শহর শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি, সংগঠক জিহান মাহমুদ, আজিজুর রহমান, আউলাদ হোসেন জনি। এসময় উপস্থিত ছিলেন, আশুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. শাহজাহান, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু প্রমুখ।