‘ভুয়া সংগঠনের ইফতারে যোগ না দিতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ’কে ভুয়া সংগঠন অবহিত করে এই সংগঠনের ইফতার ও সকল ধরণের কর্মকাণ্ডে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততা না রাখার অনুরোধ জানিয়েছে বিএনপি।

শনিবার (২২ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে দলটি।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি স্বার্থান্বেষী মহল ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ’ নামে একটি ভুয়া সংগঠন সৃষ্টি করে বিভিন্নভাবে প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। ভুয়া সংগঠনটি রোববার জাতীয় প্রেসক্লাবে ইফতার মাহফিলেরও আয়োজন করেছে। অবৈধ ও ভুয়া সংগঠনটির সকল ধরণের কর্মকাণ্ডের বিষয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হলো।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ্য ভুয়া সংগঠনটির সাথে দলের নেতাকর্মীদের যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মেও সতর্ক করা হয়েছে।

বিজ্ঞাপন