৭২ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের আল্টিমেটাম

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে নগরীর নিউমার্কেট মোড়ে জাতীয় নাগরিক পার্টি ও গণতান্ত্রিক ছাত্র সংসদের আয়োজিত সমাবেশ থেকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

বিজ্ঞাপন

এর আগে দুপুর ২টার দিকে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আন্দরকিল্লা, লালদিঘী, কোতোয়ালী হয়ে নিউমার্কেটে গিয়ে শেষ হয়। এতে জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক রাসেল আহমেদ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ইমন সৈয়দ, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি, যুগ্ম সদস্য সচিব রিজাউর রহমানসহ বিভিন্ন সংগঠকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি চায় না। হাজার হাজার মানুষের মৃত্যুর দায় নিয়ে দলটিকে নিষিদ্ধ করতে হবে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে আমরা কার্যকর পদক্ষেপ দেখতে চাই।’

বিজ্ঞাপন

গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা প্রয়োজন। বিলম্ব হলে আবারও আন্দোলনে নামতে হবে।’

জাতীয় নাগরিক পার্টির নেতা রাসেল আহমেদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু সাত মাসেও তা বাস্তবায়ন হয়নি। বরং দলটিকে পুনর্বাসনের চেষ্টা চলছে, যা মেনে নেওয়া হবে না।’

সমাবেশে বক্তারা দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান এবং প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।