‘আগে নাম পরিবর্তন ও অপরাধ স্বীকার, পরে আলোচনা’

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে আগে নাম পরিবর্তন ও অপরাধ স্বীকার করতে হবে। এরপর তাদের বিষয়ে কোনো আলোচনা হলে হতে পারে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পর্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ। 

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় জরুরী সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। 

বিজ্ঞাপন

জরুরী সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে প্রধান উপদেষ্টা যে কথা বলেছে তার নিন্দা প্রকাশ করছি। একই সাথে আওয়ামী লীগের সকল অপকর্মের বিচারিক কার্যক্রম দৃশ্যমান করার আহ্বান জানাচ্ছি। 

এছাড়া, ফ্যাসিবাদ বিরোধী সকল ব্যক্তি, সংগঠন ও গোষ্ঠীকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। 

বিজ্ঞাপন

অপরদিকে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে দেশব্যপী বিক্ষোভের আহ্বান জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।