১৫ বছর বাংলাদেশ চালিয়েছে ভারত: পিন্টু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত ১৫ বছর বাংলাদেশ চলেছে পাশের দেশ ভারতের কথায়। তারা বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু।

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আব্দুস সালাম পিন্টু সরকারের উদ্দেশ্যে বলেন, সংস্কার করতে চাইলে করুন, তবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিন। কারণ, সংস্কার একটি প্রক্রিয়া, যা জনগণের অধিকার নিশ্চিতের মাধ্যমে হওয়া উচিত।

তিনি আরও বলেন, ২০২০ সালের পর থেকে আমাকে আমার পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। আমরা মুক্তি পেয়েছি, তবে সেটি পুরোপুরি নয়। আমাদের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে।

বিজ্ঞাপন

ফলদা ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস প্রমুখ।