খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি; আ.লীগ কর্মী গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ার অভিযোগে মাসুদ রানা (৩০) নামের এক আওয়ামী লীগকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ মার্চ) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভোরে উপজেলার শাহবাজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এস এম শাকিল বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার আওয়ামী লীগকর্মী উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া-মুন্সিপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

ওসি (তদন্ত) এস এম শাকিল জানান, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন মাসুদ রানা। পরে উপজেলার সাহাপাড়া-মুন্সিপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, উপজেলার শাহবাজপুর এলাকার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে আছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করেছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন