ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহর মৃত্যুতে বিশিষ্ট মহলের শোক
-
-
|

ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ, ছবি: সংগৃহীত
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মাদ আবদুল্লাহর মৃত্যুতে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিশিষ্ট মহল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এ সময় শেখ আবদুল্লাহর রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ধর্ম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট শেখ মো: আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
স্পিকার শেখ ধর্ম প্রতিমন্ত্রী মো. আব্দুল্লাহর রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়া, ধর্ম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট শেখ মো: আব্দুল্লাহ-এর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, স্বল্প সময়ে হজ্জ ব্যবস্থাপনায় শৃংখলা, হাজীদের স্বাচ্ছন্দ্যে পবিত্র হজ্জব্রত পালনে তিনি যে অবদান রেখে গেছেন তা দেশবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমে তিনি যে আন্তরিকতা ও দক্ষতার পরিচয় দিয়েছেন সে জন্য এলাকার মানুষের হৃদয়জুড়ে তিনি অমলিন হয়ে থাকবেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো.আব্দুল্লাহ'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ।
শোক বার্তায় তিনি বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সকল শ্রেণির কর্মকর্তা কর্মচারীর আস্থার প্রতীক আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেও অভিভাবক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর এ মৃত্যুতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীর পক্ষ হতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।
ধর্ম প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় তিনি বলেন, প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন জনপ্রিয় একজন নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন নিবেদিত প্রাণ রাজনীতিককে হারালো। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শেখ মো.আব্দুল্লাহ এর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল। এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় গোপালগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে মরহুম শেখ আব্দুল্লাহর অবদানের পাশাপাশি বিশ্ব ইজতেমা আয়োজনে তার ধারাবাহিক অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আবদুল্লাহ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ শনিবার রাত ১১.৪৫ এ সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।