মাহবুবুল হক বাবলুর ৩৮তম প্রয়াণ দিবস
-
-
|

৮০ দশকের জনপ্রিয় ছাত্রনেতা মাহবুবুল হক বাবলু
৯ মার্চ ছাত্রনেতা মাহবুবুল হক বাবলুর প্রয়াণ দিবস। তিনি ছিলেন ৮০'র দশকের সবচেয়ে জনপ্রিয় ছাত্রনেতা। শুধুই কী ছাত্রনেতা! তিনি ছিলেন স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার ও সংগঠক।
সে সময় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তানতুল্য বিশ্বস্ত নীরু-বাবলু জুটির সহোদর দু’ভাইয়ের অগ্রজ ছিলেন মাহবুবুল হক বাবলু। তাদের জনপ্রিয়তা এতোটাই আকাশচুম্বী ছিল যে, টেকনাফ থেকে তেতুলিয়া-রুপসা থেকে পাথুরিয়া তথা বাংলাদেশ মানচিত্রে সর্বত্র ছড়িয়েছিল তাদের জনপ্রিয়তার ছোঁয়া। দেশের সর্বত্র স্থাপনা ও দেয়াল লেখন ছিল এক অবিস্মরণীয় স্লোগান “নীরু-বাবলুর মুক্তি চাই।” শহিদ জিয়াউর রহমানের আদর্শে তাদের এ জনপ্রিয়তা দেশের সর্বত্র ছাত্রদলের গঠন প্রকৃয়া ও পরবর্তীতে বিএনপি পুনর্গঠনেও ঐতিহাসিক ভূমিকা রাখে।
মেজর জেনারেল জিয়াউর রহমানের অভ্যুদয়, জনপ্রিয়তা, তার সাড়ে তিন বছর শাসনকাল অতঃপর শাহাদাত বরণের পর জিয়াউর রহমানের আদর্শ মাহবুবুল হক বাবলু ধারণ করেছিলেন আমৃত্যু।
পুনর্গঠিত বিএনপির নেতাগণ কোনো না কোনো দল থেকে এসে বা সমাজের প্রভাবশালী পদ থেকে এসে বিএনপিতে যোগ দিয়েছিলেন। ছাত্রনেতা মাহবুবুল হক বাবলু এবং তার সহকর্মী অন্যান্য ছাত্রনেতারা ছিলেন এর ব্যতিক্রম। তারা বয়সে তরুণ হলেও জিয়াউর রহমানের আদর্শ মৌলিকভাবে প্রোথিত হয়েছিল তাদের চেতনায়। যারা কখনোই কোন রাজনৈতিক শক্তির সাথে আপোষ করেননি। তাদের মধ্যে প্রয়াত বিএনপি নেতা ইলিয়াস আলী, নাসিরউদ্দিন পিন্টুসহ রেজাউল করিম খান চুন্নু, সালাউদ্দিন আহম্মদ, শামছুজ্জানাম দুদু, আসাদুজ্জামান রিপন, আমানউল্লাহ আমান, নাজিমুদ্দিন আলম, খায়রুল কবির খোকন, ইয়াকুব খান দুলাল, আকবর আলী সিরাজী এবং মাহবুবুল হক বাবলুর সহোদর সানাউল হক নীরু’র নাম অন্যতম।
এ কথা অনস্বীকার্য যে বেগম জিয়াকে খালেদা জিয়া, খালেদা জিয়াকে আপোষহীন নেত্রী, এবং আপোষহীন নেত্রী থেকে তাঁকে দেশ নেত্রী তথা বাংলাদেশে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে মাহবুবুল হক বাবলুসহ এসকল ছাত্রনেতাদের ত্যাগ ও আত্মত্যাগ ছিল অপরিসীম। প্রসঙ্গত উপরোক্ত ছাত্রনেতাদের মধ্যে অনেকেই আজ বিএনপির প্রথম সারির নেতা।
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতের পর স্বৈরাচার এরশাদের রক্তচক্ষু উপেক্ষা করে নীলক্ষেত মোড় তথা বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় গেটের সামনে রাস্তায় লাল চটের উপর ছোট স্টেজে সাদা শাড়ি পরিহিত সদ্য বিধবা বেগম খালেদা জিয়াকে ছাত্রনেতা মাহবুবুল হক বাবলু ও তার সহোদর সানাউল হক নিরু সর্ব প্রথম রাজপথের জনসভায় সাধারণ মানুষের সাথে পরিচয় করিয়ে দেন। পাশে দাঁড়িয়ে ছিলেন মীর্জা গোলাম হাফিজ ও অন্যান্য।
সে সময়ে বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি বেগম খালেদা জিয়া তাঁর আবেগঘন বক্তৃতায় মানুষকে স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছিলেন। এ ইতিহাস বাংলাদেশের রাজনীতিতে বিএনপির পুনর্গঠন ও বেগম খালেদা জিয়ার রাজপথে রাজনীতির ইতিহাস ও মাইলফলক। স্বৈরচার বিরোধী আন্দোলন যখন তুঙ্গে তখন ১৯৯০ সালের ৯ মার্চ হাজী মুহম্মদ মোহসীন হলে এক বোমা হামলায় নিহত হন মাহবুবুল হক বাবলু।
মাহবুবুল হক বাবলু শাহাদাতবরণ করে শহিদ জিয়াউর রহমানের আদর্শের চেতনা ছড়িয়ে দিয়েছেন দেশময়।