বনানীতে সড়ক দুর্ঘটনায় জড়িত ট্রাক ড্রাইভার গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আটককৃত ড্রাইভার মোঃ টিটন  ইসলাম

আটককৃত ড্রাইভার মোঃ টিটন  ইসলাম

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত ঘাতক ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) রাতে এ তথ্য জানিয়েছে ডিবি সাইবার ক্রাইম ইউনিট।

বিজ্ঞাপন

এর আগে ভোর ৬টার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ি ইউটার্ন ইনকামিংয়ে এই দুর্ঘটনায় ঘটে। এতে আরও এক নারী ও শিশু আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে সহকর্মীর মৃত্যুর জেরে সকাল থেক পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে বনানী ও এর আশপাশের এলাকায় প্রায় ৭ ঘণ্টা বন্ধ ছিল যানচলাচল।

বিজ্ঞাপন