অবৈধভাবে পণ্য ছাড়ের অভিযোগ: দুদকের অভিযান

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের বিরুদ্ধে সোনামসজিদ স্থলবন্দরে সিন্ডিকেট তৈরি করে ঘুষের বিনিময়ে শুদ্ধ ব্যতীত ব্যবসায়ীদের পণ্য ছাড় করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এর সত্যতা যাচাই করতে দুর্নীতি দমন কমিশনের কেন্দ্রীয় কার্যালয় ৩ সদস্যের একটি দল সোনামসজিদ স্থলবন্দরে অভিযান চালিয়েছে।

সোমবার (১০ মার্চ) দিনব্যাপী দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে দুর্নীতি দমন কমিশনের গঠিত ৩ সদস্যের প্রতিনিধি দলটি এ অভিযানে আসে। দলটি বিভিন্ন দফতরে অভিযান চালায় এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে।

বিজ্ঞাপন

কমিটির সদস্যরা হলেন, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন; উপসহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন এবং অপর উপসহকারী পরিচালক মো. মাহবুবুর রহমান।

সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন জানান, দুদকের কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে তারা সোনামসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্টে অবস্থিত কাস্টমস কার্যালয়, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয় এবং বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের কার্যালয়ে গিয়ে বিভিন্ন নথি যাচাই-বাছাই ও তথ্য-প্রমাণ সংগ্রহ করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, এ নিয়ে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের বন্দর ম্যানেজার মঈনুল ইসলাম জানান, দুদকের একটি দল তাদের কাছে বিগত বছরগুলোর পণ্য আমদানির বিভিন্ন তথ্য দেখতে চান এবং যাচাই-বাছাই করেন। পরে তারা কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।