ভালুকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৩৫

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসহ ছয় দফা দাবিতে এল স্কয়ার লিমিটেড নামে কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় পুলিশ-শ্রমিক সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে।

সোমবার (১০ মার্চ) দুপুর পৌনে একটা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাষ্টারবাড়ী এলাকায় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সোমবার পৌনে একটার দিকে স্কয়ার মাষ্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এল স্কয়ার লিমিটেড নামে পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন, ঈদ বোনাসহ ছয় দফা দাবীতে আন্দোলনে নামেন এবং মহাসড়ক অবরোধ করেন। এসময় শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে পাঁচটি দাবি মেনে নিলেও ঈদ বোনাসের বিষয়টি সমাধান হয়নি।

পুলিশের অনুরোধে শ্রমিকরা মহাসড়ক ছাড়তে অস্বীকৃতি জানালে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা -ধাওয়া শুরু হয় এবং শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ ও ১২ রাউন্ড কাঁদনে গ্যাসের সেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় সংঘর্ষে শিল্প পুলিশ-৫ এর পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদসহ ১২ জন পুলিশ সদস্য আহত হন এবং ২৩ জন শ্রমিক আহত হয়েছে। 

বিজ্ঞাপন

শিল্পপুলিশ-৫ এর পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল মাহমুদ বলেন, এল স্কয়ার পোশাক কারখানার শ্রমিকেরা ছয়দফা দাবিতে আন্দোলন শুরু করলে কারখানা কতৃপক্ষ পাঁচটি দাবি মেনে নেয়। কিন্তু কারখানার শ্রমিক এক বছর কর্মরত না থাকলে ঈদ বোনাস প্রাপ্য হবেন না, এমন তথ্য জানার পর শ্রমিকেরা সড়কে শুয়ে পড়ে। অন্যায় শর্তের প্রতিবাদ জানান তাঁরা। তাদের আন্দোলনের কারণে জনভোগান্তির সৃষ্টি হয় । যান চলাচল বন্ধ হয়ে যায়। 

তিনি বলেন, জনভোগান্তি দূর করতে শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করে পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে তারা। এতে আমিসহ ১২ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছি। পরে আমরা বাধ্য হয়ে লাঠিচার্জ ও কাঁদনে গ্যাসের সেল নিক্ষেপ করেছি।