আমিনুল ইসলামের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলামের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার (১০ মার্চ) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

একই দিন সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের পদত্যাগের কথা জানান ড. এম আমিনুল ইসলাম।

সরকারের চাপে নাকি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, জানতে চাইলে তিনি বলেন, আমি এসব বিষয়ে কিছুই বলতে চাই না। আমি আমার পিএসের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলেও তার কাছে কোনও ফাইল যেত না। অনেকটা হাজিরা দেওয়ার মতো রোল প্লে করতেন তিনি। নামকাওয়াস্তে তার এই পদ তাকে ব্যথিত করেছে। তিনি বিভিন্ন সময়ে আক্ষেপও করেছেন। এসব কারণেই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন।