নেত্রকোনায় ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় খাল থেকে তারা মিয়া (৬২) নামের এক কাচাঁমাল ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ মার্চ) সকালে উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামের সাতারখালি খালের পাশ থেকে তারা মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

বিজ্ঞাপন

নিহত তারা মিয়া একই ইউনিয়নের ওয়াই উত্তরপাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। তিনি বাঁশাটি বাজারে কাঁচামালের ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত তারা মিয়া শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাজার থেকে বাড়ির দিকে রওনা দিয়ে রাতে আর বাড়ি ফেরেননি। সকালে সাতারখালি খালের পাশে তারা মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন, পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।

বিজ্ঞাপন

নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ডান চোখও উঠানো রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ধারণা করা হচ্ছে তারা মিয়াকে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা রুজুর প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।