মিমি সুপার মার্কেটে প্রতারণা, দেশি পোশাকে বিদেশি ট্যাগ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিমি সুপার মার্কেটে অভিযান চালিয়ে দেশি পোশাকে বিদেশি ট্যাগ লাগিয়ে প্রতারণার অভিযোগে একটি দোকানসহ চারটি প্রতিষ্ঠানকে নানা অভিযোগে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বিজ্ঞাপন

শনিবার (২২ মার্চ) এ অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ। সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, রানা দেবনাথ ও মাহমুদা আক্তার।

অভিযানে ‘ইএলই’ নামে একটি প্রতিষ্ঠান দেশি পোশাককে বিদেশি বলে উচ্চমূল্যে বিক্রি করছিল। ক্রয় ভাউচার দেখাতে না পারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ‘আকর্ষণ’ নামের আরেকটি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া, মিসেস সাথী স্টোরে অনুমোদনহীন প্রসাধনী বিক্রির দায়ে ৮ হাজার টাকা এবং মিমি সুপার মার্কেট সংলগ্ন ইফতার বাজারে অপরিচ্ছন্ন পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ দুগ্ধজাত খাদ্য রাখার জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপ-পরিচালক ফয়েজ উল্যাহ জানান, অভিযানে মোট ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।