পিরোজপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে রিকশাচালককে হত্যা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পিরোজপুর
  • |
  • Font increase
  • Font Decrease

পিরোজপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে রিকশাচালককে হত্যা

পিরোজপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে রিকশাচালককে হত্যা

পিরোজপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে সাব্বির সিকদার (২৫) নামে এক রিকশাচালকে হত্যা করে রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রামের একটি সড়কের পাশে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাব্বির সিকদার পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি এলাকার হারুন সিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ মার্চ) রাতের কোনো এক সময়ে হত্যাকারীরা বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে সাব্বিরকে হত্যা করে ওদনকাঠি গ্রামে একটি ইটের রাস্তার পাশে ফেলে রাখে। হাতুড়ির আঘাতে তার মাথা পুরোপুরি থেতলে যায়। শুক্রবার সকালে স্থানীয়রা সাব্বিরের মৃতদেহ সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রামের একটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরবর্তীতে পিরোজপুর সদর থানা পুলিশ, পিবিআই ও সিআইডি পুলিশের আলাদা টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

বিজ্ঞাপন

নিহতের বাবা হারুন সিকদার বলেন, বৃহস্পতিবার বিকেলে নিজের ব্যাটারিচালিত রিকশা নিয়ে ঘর থেকে বের হয়েছিল সাব্বির। এরপর সে রাতে বাড়ি না ফেরায় তার মোবাইলে ফোন করলে বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে তারা বিভিন্ন স্থানে সাব্বিরের খোঁজ করেও ব্যর্থ হয়। এরপর সকালে সাব্বিরের মৃতদেহ দেখে সেটি শনাক্ত করে। তবে ঘটনাস্থলে তার রিকশাটি পাওয়া যায়নি।

এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান জানান, ধারণা করা হচ্ছে রিকশাটি ছিনতাইয়ের জন্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।