রেলের টিকিটসহ কালোবাজারি আটক
-
-
|

ছবি: বার্তা২৪.কম
রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে রেলের অনলাইন টিকিটসহ এক কালোবাজারিকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২১টি টিকিট উদ্ধার করা হয়।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে রেলওয়ে পুলিশের ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতের নাম- মো. রাকিব মিয়া (২৪)।
আনোয়ার হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে পেশাদার এক টিকেট কালোবাজারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা রেলওয়ে পুলিশ। এ সময় তার কাছ থেকে ঢাকা থেকে কিশোরগঞ্জ রুটের ভিন্ন ভিন্ন তারিখের এগারো সিন্ধু, গোধূলি, প্রভাতী ও কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ২১ টি আসনের টিকিট ও একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ সকল টিকিট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে প্রকৃত মূল্যের চেয়ে অধিক বিক্রি করার তথ্য স্বীকার করেছে।
গ্রেফতার রাকিব জিজ্ঞাসা বাদে রেলওয়ে পুলিশকে আরও জানিয়েছে, সে তার নিজের ও পরিচিত ৪ জনের এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে রেলওয়ে সেবা অ্যাপে ৫টী আইডি খোলে। নিয়মিত ঢাকা টু কিশোরগঞ্জসহ বিভিন্ন রুটের আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইন থেকে সংগ্রহ করে থাকেন। আগ্রহী যাত্রীদের নিকট টিকিট বিক্রয় করে বিকাশ/ নগদের মাধ্যমে টাকা সংগ্রহ করত।
এরপর গ্রাহকের মোবাইলে টিকিটের পিফিএফ কপি পাঠিয়ে দিত। ঈদ পরবর্তী কিশোরগঞ্জ টু ঢাকা রুটের অনলাইন ভিত্তিক টিকিট কালোবাজারির প্রস্তুতিসহ ফেসবুকে প্রচারণা চালাচ্ছিল। গ্রেফতার রাকিবের বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন