সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিআরও শরীফ পুলিশ হেফাজতে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপআঞ্চলিক পরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফ মাহমুদ অপুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর আড়াইটার দিকে নগরীর আগ্রাবাদ শেখ মুজিব সড়কের বাংলাদেশ বেতার ভবন থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ। এর আগে দুপুর ২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থী পরিচয়ে একদল লোক তাকে অবরুদ্ধ করে রাখেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম জোনের উপ-কমিশনার (ডিসি) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া জানিয়েছেন, বর্তমানে শরীফ মাহমুদ অপু পুলিশ হেফাজতে আছেন। যাচাই-বাছাই করে তার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শরীফ মাহমুদ প্রায় ১০ বছর ঢাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বেতারে কর্মরত।

বিজ্ঞাপন