লক্ষ্মীপুরে দুই শিশু ধর্ষণ চেষ্টার পৃথক ঘটনায় গ্রেফতার ২
-
-
|

ছবি: বার্তা২৪.কম
লক্ষ্মীপুর সদরের চরউভূতি ও রায়পুরের চরমোহনা এলাকায় দুই শিশুকে ধর্ষণের চেষ্টার পৃথক ঘটনায় দুইজন গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) ভোররাতে সদর উপজেলার চকবাজার থেকে রিপন হোসেন ও রায়পুর উপজেলার চরমোহনা এলাকায় থেকে রিপন হোসেনকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও ভূক্তভোগী দুই শিশুর স্বজনরা জানায়, ১৮ মার্চ বিকেলে সদর উপজেলার ভবানীগঞ্জের চরভূতি এলাকায় ৬ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দিয়ে ধর্ষণের চেষ্টা করে রিপন হোসেন নামে এই বখাটে। অপরদিকে রায়পুর উপজেলার চরমোহনা এলাকায় অপর শিশুকে একই কায়দা ডেকে নিয়ে সুপারীবাগানে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত রিপন হোসেন।
বিষয়টি জানাজানির পর স্থানীয়ভাবে একটি প্রভাবশালী চক্র দুইটি ঘটনায় মীমাংসার নামে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। পুলিশের সহযোগিতায় নির্যাতিত দুই শিশুর পরিবার থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন। এরপর অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়।
সদর ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ও নিজাম উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।