জামালপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুর উপজেলায় নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফরিদ উদ্দিন (৫০) ওরফে টাকি মণ্ডল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধায় ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর ডাকপাড়া গ্রামে থেকে তাঁকে আটক করা হয়।

বিজ্ঞাপন

অভিযুক্ত ওই ব্যক্তির বাড়ি উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ফুলকারচর দক্ষিণপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে ছাগলকে ঘাস খাওয়াতে যায়। এসময় আগে থেকে উৎপেতে থাকা পাখি মণ্ডল ওই শিশুকে জাবড়ে ধরে সেখানে একটি কলা গাছের আড়ালে নিয়ে ধর্ষণ করে। শিশুটির ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে আসতে থাকলে, সেখান থেকে শটকে পড়ে ধর্ষক পাখি মণ্ডল। পরে শিশুটিকে উদ্ধার করে স্বজনরা পার্শ্ববর্তী শেরপুর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নিচ্ছেন।

বিজ্ঞাপন

পরে গোপন খবরের ভিত্তিতে ইসলামপুর থানার সেকেন্ড অফিসার ও উপপরিদর্শক (এসআই) মো.শামছুজ্জামানের নেতৃত্বের পুলিশের একটি দল পার্শ্ববর্তী ডাকপাড়া গ্রামে থেকে অভিযুক্ত পাখি মণ্ডলকে আটক করে থানায় নিয়ে যায়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'নয় বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে টাকি মণ্ডল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তদন্ত চলছে। ঘটনার বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।