জামালপুর শহরে বিপুল পরিমাণ ফেনসিডিল ও বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে শহরের জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মেডিকেল কলেজের সামনে অভিযান চালিয়ে তিনটি ট্রাক থেকে এসব মাদক উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জামালপুর সদর থানার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার।
বিজ্ঞাপন
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) রুবেল ও সাইকুলের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে তিনটি ট্রাক থেকে ১ হাজার ৪৩৪ বোতল ফেনসিডিল এবং ২৪ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা।
এ সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা হলেন, মেলান্দহ উপজেলার আবদুল মালেক, আজিজুর রহমান বাবু ও হাফিজুর রহমান। এদের মধ্যে হাফিজুর রহমান খোকনের বিরুদ্ধে মেলান্দহ থানায় চুরির মামলা রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
বিজ্ঞাপন
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার।
রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে রেলের অনলাইন টিকিটসহ এক কালোবাজারিকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২১টি টিকিট উদ্ধার করা হয়।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে রেলওয়ে পুলিশের ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতের নাম- মো. রাকিব মিয়া (২৪)।
আনোয়ার হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে পেশাদার এক টিকেট কালোবাজারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা রেলওয়ে পুলিশ। এ সময় তার কাছ থেকে ঢাকা থেকে কিশোরগঞ্জ রুটের ভিন্ন ভিন্ন তারিখের এগারো সিন্ধু, গোধূলি, প্রভাতী ও কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ২১ টি আসনের টিকিট ও একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ সকল টিকিট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে প্রকৃত মূল্যের চেয়ে অধিক বিক্রি করার তথ্য স্বীকার করেছে।
গ্রেফতার রাকিব জিজ্ঞাসা বাদে রেলওয়ে পুলিশকে আরও জানিয়েছে, সে তার নিজের ও পরিচিত ৪ জনের এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে রেলওয়ে সেবা অ্যাপে ৫টী আইডি খোলে। নিয়মিত ঢাকা টু কিশোরগঞ্জসহ বিভিন্ন রুটের আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইন থেকে সংগ্রহ করে থাকেন। আগ্রহী যাত্রীদের নিকট টিকিট বিক্রয় করে বিকাশ/ নগদের মাধ্যমে টাকা সংগ্রহ করত।
এরপর গ্রাহকের মোবাইলে টিকিটের পিফিএফ কপি পাঠিয়ে দিত। ঈদ পরবর্তী কিশোরগঞ্জ টু ঢাকা রুটের অনলাইন ভিত্তিক টিকিট কালোবাজারির প্রস্তুতিসহ ফেসবুকে প্রচারণা চালাচ্ছিল। গ্রেফতার রাকিবের বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর গুলিস্তানের ফুটপাতের দোকানগুলোতে জমে উঠেছে বেচাকেনা। মানুষের সমাগমে জমজমাট হয়ে উঠেছে এই দোকানগুলো। মানুষ তাদের পছন্দের জিনিসটি কিনতে ভিড় করছেন গুলিস্তানের ফুটপাতে।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে গুলিস্তানে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
শুধু নিম্নআয়ের মানুষই নয়, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষেরও কেনাকাটার প্রিয় ঠিকানা এই ফুটপাত। এখানে পোশাক থেকে শুরু করে প্রয়োজনীয় অনেক কিছুই পাওয়া যায়।
সরেজমিনে দেখা যায়, ফুটপাতের দোকানগুলোতে প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, জুতা, বেল্ট, শিশুদের পোশাক, লুঙ্গি, মেয়েদের পোশাক, ট্রাউজার, পায়জামা, টি-শার্ট, ঘড়ি, শাড়ি, মানিব্যাগ, চশমা সবই মেলে, যা অন্যান্য মার্কেটের তুলনায় সস্তা। এখানে ৩০০ থেকে ৯০০ টাকায় পাঞ্জাবি, ২৫০ থেকে ৪০০ টাকায় বিভিন্ন ধরনের পায়জামা, ২০০ থেকে ৫০০ টাকায় শার্ট, ১০০ থেকে ২৫০ টাকায় টি-শার্ট, ১৫০ থেকে ৫০০ টাকায় জুতা, ৩৫০ থেকে ৬৫০ টাকায় প্যান্ট ও ৩০০ টাকায় লুঙ্গি পাওয়া যাচ্ছে।
ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা বেড়েছে। যেখানে পাঞ্জাবি, পায়জামা, প্যান্ট, শার্ট ও জুতার দোকানে ভিড় জমেছে। সব মিলিয়ে, গুলিস্তানের ফুটপাতের ঈদ বাজার ক্রেতা-বিক্রেতা সবার জন্যই ব্যস্ত সময় নিয়ে এসেছে।
বিক্রেতারা জানান, ঈদ উপলক্ষে শেষ মুহূর্তে ঢাকা ছাড়া স্বল্প আয়ের মানুষের জন্য অপেক্ষা করছি। এছাড়া গতবারের তুলনায় এবারের বেচাকেনা কিছুটা কম বলে জানান তারা।
ইদ্রিস নামের একজন বিক্রেতা বলেন, বেচাকেনা এখনো ভালোভাবে জমে উঠেনি। গতবারের তুলনায় এবার বেচাকেনা কিছুটা কম। তবে আরও ২-৩ দিন পর বাড়বে বলে আশা করছি।
মুজাহিদ নামের আরেক বিক্রেতা বলেন, বেচাকেনা স্বাভাবিক রয়েছে। হিসাব করলে বেচাকেনা আগের মতোই আছে। ২৬ থেকে ২৯ রমজানের দিকে বেচাকেনা বেশি বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
আফতাব নামের একজন ক্রেতা বার্তা২৪.কমকে বলেন, মার্কেটগুলোর তুলনায় ফুটপাতের দোকানগুলোতে কমদামে জামাকাপড় পাওয়া যায়। বাজেটের মধ্যে সাচ্ছন্দ্যে এখান থেকে জামাকাপড় কিনতে পারি। আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের মূল ভরসা এই ফুটপাত।
তবে, অন্যান্য সময়ের তুলনায় ঈদের সময় বিক্রেতারা জামাকাপড়ের দাম বেশি রাখছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ব্যবসায়ীরা তো দাম একটু বেশি চাচ্ছে। কিন্তু, ফুটপাত হওয়ায় দামাদামি করে কেনা যাচ্ছে। আর ঈদের সময় সবাই একটুআধটু দাম কিছুটা বেশি রাখে।
দাম বেশি রাখার কারণ সম্পর্কে বিক্রেতাদের থেকে জানতে চাইলে তারা জানান, ঈদের সময় একটু দাম বেশি না রাখলে, আর কোন সময় রাখবো? বছরে তো ঈদ দু'বারই আসে। একটুআধটু দাম বেশি রাখতে হয়। আমাদেরও তো পরিবার আছে।
টাঙ্গাইলে ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে টাঙ্গাইলে।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এসময় মিছিলে তৌহিদি জনতার ব্যানারে অংশগ্রহণ করে বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস ও সাধারণ মানুষ।
এসময় উপস্থিত ছিলেন খেলাফতে মজলিসের টাঙ্গাইলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা আনসার আলী,বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির কল্যান ও অর্থ সম্পাদক এস এম কামরুল ইসলাম সহ তৌহিদি জনতা।
কুমিল্লার সীমান্ত এলাকা থেকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক সর্বমোট ৩৩ লাখ ৪ হাজার টাকার অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক করা।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ, পিএসসি।
মীর আলী এজাজ বলেন, কুমিল্লা বিজিবি চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) বিবির বাজার বিওপি কটকবাজার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে বিজিবি টহলদল শ্রীপুর হতে মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার ১ লাখ ৬৫ হাজার ২ শত পিস বাজি আটক করে। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এর নিকট জমা করা হবে।