ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন ছাড়া সুশাসন সম্ভব নয়: শাহজাহান চৌধুরী
-
-
|

ছবি: সংগৃহীত
ইনসাফ ও কল্যাণমূলক রাষ্ট্র গঠন ছাড়া সুশাসন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী।
বৃহস্পতিবার (২০ মার্চ) জিইসি মোড়ের একটি রেস্টুরেন্টে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) চট্টগ্রাম শাখার উদ্যোগে আয়োজিত ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে। ধনী-গরিব বা প্রভাবশালীদের ভিত্তিতে কোনো বৈষম্য থাকা উচিত নয়। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি নাগরিকের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। সমাজের প্রতিটি স্তরে বৈষম্যের অবসান ঘটিয়ে এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে জন্ম, অর্থনৈতিক অবস্থা বা সামাজিক অবস্থানের কারণে কেউ অবহেলিত হবে না।
আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশের শরীহ বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গিয়াস উদ্দিন তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন এনডিএফ চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক ডা. খায়রুল আনোয়ার, এনডিএফের কেন্দ্রীয় সেক্রেটারি ডা. মো. মোস্তাফিজুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ফুয়াদ আল হাসানাত।
ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন গিয়াস উদ্দিন তালুকদার। অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।