চট্টগ্রামের উন্নয়নে রাজনৈতিক ঐকমত্য বেশি প্রয়োজন: সাইদ আল নোমান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি’র প্রতিষ্ঠাতা ও তরুন রাজনীতিক সাঈদ আল নোমান বলেছেন, বাংলাদেশের অর্থনীতির প্রাণ কেন্দ্র হচ্ছে বানিজ্যিক রাজধানী চট্টগ্রাম। চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। চট্টগ্রামের উন্নয়ন মানেই বাংলাদেশের উন্নয়ন। চট্টগ্রামের উন্নয়নে রাজনৈতিক ঐকমত্য বেশি প্রয়োজন। রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠা করতে পারলে চট্টগ্রামের উন্নয়নে যুগান্তকারী গতির সঞ্চার হবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৪টায় নগরীর রামপুর নয়াবাজার সংলগ্ন চৌধুরী কনভেনশন হলে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান স্মরণে আয়োজিত শোকসভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সাঈদ আল নোমান আরও বলেন, আবদুল্লাহ আল নোমান চট্টগ্রামের উন্নয়নের প্রাণপুরুষ ছিলেন। তিনি সংসদ সদস্য ও মন্ত্রী থাকা অবস্থায় বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। ক্ষমতার বাইরে থেকেও সরকারের অবহেলার বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। তিনি ছিলেন গণমানুষের নেতা, যার নীতি ও আদর্শ আমি ধারণ করে এগিয়ে যেতে চাই।

রামপুর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী শরিফুল ইসলামের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি আবদুল গফুর বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ আজম উদ্দীন।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী বেলাল, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি কাউন্সিলর শামসুল আলম। আলোচক হিসেবে বক্তব্য দেন হালিশহর থানা বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন ডিপ্টি ও সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

এছাড়া শোকসভায় আরও বক্তব্য দেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা, এর মধ্যে ছিলেন রামপুর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইবনুল হাসান সবুজ, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার, বিএনপি নেতা মাসুদ পাটোয়ারী, যুবদল নেতা রাজু খান, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন, মহিলা দল নেত্রী খালেদা বোরহান, সামসুন নাহার, জাহানারা বেগম প্রমুখ।