তিতাসের ভ্রাম্যমান আদালতে অবৈধ পাইপলাইন ও সংযোগ উচ্ছেদ
-
-
|

ছবি: সংগৃহীত
গাজীপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এম কে সোয়েটার লিমিটেডের ৬০০ মিটার অবৈধ পিভিসি পাইপ লাইন উচ্ছেদ করা হয়েছে। অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করায় উক্ত প্রতিষ্ঠানটির ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে ১৯ মার্চ (বুধবার) ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০টি বাড়ির ২০০টি দ্বিমুখী চুলার সংযোগ বিচ্ছিন্ন হয়।
একই দিনে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসির আশুলিয়ার আওতাধীন বখতিয়ার সুপার মার্কেট, দক্ষিণ জামগড়া, আশুলিয়া, সাভার, ঢাকা এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্নের জন্য ইমার্জেন্সী শাখা-সাভার কর্তৃক অভিযান পরিচালনা করা হয় ।
উক্ত অভিযানে পৃথক জায়গা প্রায় ৩০০ ফুট অবৈধ বিতরণ লাইনের ৬টি ডাবল চুলাসহ ১৪০ ফুট পাইপ অপসারণ করা হয়েছে। এ সময় মদিনা হোটেল, বখতিয়ার সুপার মার্কেট, দক্ষিণ জামগড়া, আশুলিয়া, সাভার, ঢাকা এ অবৈধ বাণিজ্যিক সংযোগের প্রায় ৪০ ফুট ১" সার্ভিস পাইপ বিচ্ছিন্নপূর্বক সোর্স পয়েন্ট ধ্বংস করা হয়েছে। উক্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে মাসিক প্রায় ২ লাখ ৪৬ হাজার ৪৬৯ টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হবে।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে নারায়নগঞ্জ বন্দরের আন্দিরপাড় কবরস্থান, মদনপুর আন্দিরপাড় বায়তুন নূর জামে মসজিদ সংলগ্ন, পূর্ব আন্দিরপাড় বন্দর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
ওই অভিযানে প্রায় ৫০০ অবৈধ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করাসহ বিভিন্ন ব্যাসের ২৭০ ফুট পাইপ অপসারণ এবং প্রতিটি অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎস উচ্ছেদ করা হয়। এ সময় অবৈধ আবাসিক গ্রাহকের নিকট হতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। বর্তমান ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ যোগদানের পর অবৈধ উচ্ছেদ অভিযান জোরদার করা হয়েছে। তিনি যোগদানের পর (সেপ্টেম্বর-২০২৪) থেকে ১৯ মার্চ পর্যন্ত অভিযানে ২২৬টি শিল্প, ১৪৫টি বাণিজ্যিক ও ২৮ হাজার ২০৩টি আবাসিকসহ মোট ২৮ হাজার ৫৭৪টি অবৈধ গ্যাস সংযোগ ও ৬৫ হাজার ৬৭১টি বার্নার বিচ্ছিন্ন, ১৪০ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে তিতাস গ্যাস জানিয়েছে।