তিন সন্তানের জননীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪. কম, নরসিংদী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নরসিংদী রায়পুরায় চাঞ্চল্যকর তিন সন্তানের জননীকে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি রাকিব (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাব ১১ সদস্যরা।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে নরসিংদীর র‍্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব ১১ নরসিংদীর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার পুলতাকান্দা এলাকার মাইনু মোল্লার বাড়ি থেকে ধর্ষক রাকিবকে গ্রেফতার করা হয় বলে জানায় র‍্যাব।

উল্লেখ্য, গত ১৬ মার্চ রাতে রায়পুরা উপজেলার রহিমাবাদ এলাকায় তিন সন্তানের জননীকে ধর্ষণ করে রাকিব মিয়া এবং ধর্ষণের ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করে। আসামিরা চলে যাওয়ার সময় নারীর সঙ্গে থাকা স্বর্ণের কানের দুল ও নগদ টাকাসহ ৩৬ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এই ঘটনায় ভুক্তভোগী নারীর বড় ছেলে বাদী হয়ে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেন। অপরদিকে এই ঘটনার পর থেকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও এলাকাবাসী মানববন্ধন, প্রতিবাদসভা ও স্মারকলিপি প্রদান করেন।

বিজ্ঞাপন