চট্টগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে সড়ক অবরোধ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে সড়ক অবরোধ

শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে সড়ক অবরোধ

চট্টগ্রামের দুই নম্বর গেট মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিলসহ ছয় দফা দাবিতে তারা এ আন্দোলনে নেমেছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে তারা সড়ক অবরোধ করেন। পরে দুইটার দিকে সড়ক ছেড়ে বিপ্লব উদ্যানে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের দাবি, জুনিয়র ইন্সট্রাক্টর পদে শিক্ষাগত যোগ্যতা হিসেবে ডিপ্লোমা ডিগ্রি বাধ্যতামূলক করতে হবে। ক্রাফট ইন্সট্রাক্টরসহ সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ, প্রতিটি বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের আবেদন নিশ্চিত করা, প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ এবং জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ কোটা বিলুপ্ত করতে হবে।

দুপুর ১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, পলিটেকনিক ইনস্টিটিউটের পাঁচ শতাধিক শিক্ষার্থী প্ল্যাকার্ড হাতে সড়কে অবস্থান নিয়েছেন। কোটা না মেধা, মেধা মেধা, উই ওয়ান্ট জাস্টিস, জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো- এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে মোড়।

বিজ্ঞাপন

আন্দোলন বন্ধের অনুরোধ জানিয়ে একজন শিক্ষক বলেন, ‘ডিসি স্যারের সঙ্গে গতকাল (বুধবার) মিটিং হয়েছে। রায় পর্যবেক্ষণের জন্য ব্যবস্থা নেওয়া হবে। আমরা আপনাদের দাবি সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো।’ তবে শিক্ষার্থীরা এ সময় ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।

আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে এক শিক্ষার্থী বলেন, যাদের দায়িত্ব ছিল ল্যাবের তালা খোলা আর বন্ধ করা, তারা এখন স্যার হবে! একজন নার্স যেমন ডাক্তার হতে পারে না, তেমনি একজন অষ্টম শ্রেণি পাস ছাত্র ডিপ্লোমা শিক্ষার্থীদের শিক্ষক হতে পারে না। চব্বিশের আন্দোলনের পরেও কিভাবে ৩০ শতাংশ কোটা থাকে?

আরেকজন বলেন, ‘চব্বিশের আন্দোলনের মাধ্যমে কোটা বাতিল হয়েছে। এখন কেন আবার নতুন করে এই কোটা চালু হচ্ছে? ডিপ্লোমা শিক্ষার্থীদের ১০ম গ্রেডের চাকরি পাওয়ার অধিকার রয়েছে। তাহলে গত পরশু রাতে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ কোটায় নিয়োগ দেওয়া হলো কেন?

এদিকে, শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে মুরাদপুর-বহদ্দারহাট ও জিইসি মুখী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। কর্মজীবী ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। রোজাদারদের অনেককে হাঁটতে দেখা গেছে। যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ হিমশিম খাচ্ছে।

প্রসঙ্গত, জুনিয়র ইন্সট্রাক্টর হল একটি সরকারি পদ। যেখানে মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ দেওয়া হয়। এই পদে নিয়োগ পাওয়া ব্যক্তি বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষাদান করেন।

সম্প্রতি হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি দিয়ে জুনিয়র ইন্সট্রাক্টর করা হচ্ছে। যেখানে তারা ১০ম গ্রেডে চাকরি পাবেন। কিন্তু এতে ৮ম শ্রেণি, এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি পাস ব্যক্তিরাও এই সুযোগ পাচ্ছেন বলে দাবি ডিপ্লোমা শিক্ষার্থীদের।