রসিকে বেতন-বোনাসের দাবিতে সেবা কার্যক্রম বন্ধ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রংপুর সিটি কর্পোরেশনে বেতন-বোনাসের দাবিতে প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছেন নগর ভবনের চুক্তিভিত্তিক কর্মচারীরা। আন্দোলনের কারণে শিশুদের টিকা, নাগরিকত্ব সনদ দেওয়াসহ সব ধরনের সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পোহাতে হয়েছে সেবা গ্রহীতাদের।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল থেকে বেতন বোনাসের দাবি আদায়ে নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে আন্দোলন শুরু করেন ক্ষুব্ধ কর্মচারীরা।

বিজ্ঞাপন

এ সময় অফিস কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েন প্রশাসক শহিদুল ইসলাম ও প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা। পরে বিষয়টি সমাধানে দফায় দফায় বৈঠক করেও কোন সিদ্ধান্তে আসতে পারেনি কর্তৃপক্ষ। পরে সকাল ১১টায় অফিস থেকে চলে যান রংপুর বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক শহিদুল ইসলাম।

প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কর্মচারীদের সঙ্গে কথা বলে জনসাধারনের সেবা দিতে কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেও দাবি আদায়ে পিছপা হন নি কর্মচারীরা।

বিজ্ঞাপন

আন্দোলনরত রংপুর সিটি কর্পোরেশনের কর্মচারীরা জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২৩ তারিখের আগে বেতন বোনাস দেওয়ার কথা থাকলেও সিটি কর্পোরেশনের প্রশাসক এখনো কোন সিদ্ধান্ত নেননি। দাবি না আদায় হওয়ার পর্যন্ত সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।

সেবা বন্ধ করে হঠাৎ এই আন্দোলনের ফলে দুর্ভোগে পড়েছেন রংপুর নগরীর বিভিন্ন এলাকা থেকে আসা মানুষজন।

এ বিষয়ে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা বলেন, সমস্যা সমাধানের চেষ্টা করছি। তাদেরকে কাজে ফেরার অনুরোধ করেছি।