সিলেটে হাসপাতালের বিলবোর্ডে ভেসে উঠলো, ‘জয় বাংলা', 'জয় বঙ্গবন্ধু'

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এবার সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালের ডিজিটাল বিলবোর্ডে হঠাৎ ভেসে উঠলো, ‘জয় বাংলা', 'জয় বঙ্গবন্ধু' লেখা।

বিজ্ঞাপন

বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে সিলেট নগরীর সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালের রাস্তার ওপর নির্মিত ওভারব্রিজের ডিজিটাল বিলবোর্ডে এ লেখা ভেসে ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে ইবনে সিনার ওভারব্রিজের ডিজিটাল বিলবোর্ডে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা দেখতে পান স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। এসময় অনেকেই ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক স্ট্যাটাস দিতে দেখা যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি অবগত হলে বিলবোর্ডটির সঞ্চালন লাইন বন্ধ করে দেয়।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট ইবনে সিনা হাসপাতালের মানবসম্পদ বিভাগের ইনচার্জ খন্দকার ইকবাল জানান, যে বিষয়টি জানতে পেরেছেন সেটা ঠিক আছে। হঠাৎ করে ডিজিটালবোর্ডে লেখা ভেসে উঠে। পরে সেটা বন্ধ করে দেয়া হয়। কিভাবে এই ঘটনা ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, রাতে তো আমাদের স্টাফ কেউ থাকে না। কাল অফিসে খোঁজ নিয়ে জানা যাবে।