পাবনা-১ আসন

জামায়াতের নতুন প্রার্থী নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দলটির সাবেক আমির ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের নাম ঘোষণা করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা জামায়াতের কার্যালয়ে দলটির বিশেষ সভায় এই ঘোষণা দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

এর আগে ওই আসনের জন্য প্রার্থী ঘোষণা করা হয়েছিল বেড়া উপজেলা জামায়াতের আমির ডা. আব্দুল বাতেন খানকে। তবে দলের সিদ্ধান্তে পরিবর্তন এনে এবার ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে প্রার্থী করা হয়েছে।

বিজ্ঞাপন

রফিকুল ইসলাম খান বলেন, মতিউর রহমান নিজামীর মৃত্যুর পর থেকেই নাজিবুর রহমান মোমেন ছিলেন দলের সম্ভাব্য প্রার্থী। কিন্তু সরকারের নির্যাতনের কারণে নিজামীর পরিবারের কেউ দেশে থাকতে পারেননি। ফলে নির্বাচনের জন্য আব্দুল বাসেত খানকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে বিজয়ের সম্ভাবনা নিশ্চিত করতেই শেষ পর্যন্ত ব্যারিস্টার মোমেনকে প্রার্থী করা হয়েছে।

সারাদেশে জামায়াতে ইসলামীর আগাম প্রার্থী ঘোষণা করা হলেও পাবনা-১ আসনে প্রার্থী নিয়ে অনিশ্চয়তা ছিল। এই আসনে এতদিন প্রচারণা চালিয়ে আসছিলেন বেড়া উপজেলা জামায়াতের সাবেক আমির ও বর্তমান কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুল বাসেত খান।

বিজ্ঞাপন

ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন লন্ডন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি নিয়ে ২০১০ সালে ঢাকা জজ কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০১৩ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির পর ২০১৬ সালের ১০ মে তার বাবা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর সরকারের চাপে দেশত্যাগ করে লন্ডনে চলে যান। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি দেশে ফিরে আসেন।

মতিউর রহমান নিজামীর ছয় সন্তানের মধ্যে নাজিবুর রহমান মোমেন দ্বিতীয়। বড় ছেলে ড. নাকিবুর রহমান যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তার জমজ ভাই ডা. নাঈম খালেদ যুক্তরাজ্যে চিকিৎসক হিসেবে কর্মরত। ছোট ভাই নাদিম তালহা তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। বড় মেয়ে ড. মহসিনা ফাতেমা মালয়েশিয়ায় এবং ছোট মেয়ে খাদিজা তাহেরা যুক্তরাজ্যে বসবাস করছেন।