ময়মনসিংহে চিনি, জিরা, তেঁতুলসহ ভারতীয় কসমেটিক জব্দ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় চিনি, জিরা, তেঁতুলসহ কসমেটিক সামগ্রী জব্দ করেছে বিজিবি।

বুধবার (১২ মার্চ) বিকেলে বিজিবি-৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযানে মো. ইয়াসিন আনোয়ার (৩২) নামে একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ঢাকার কামরাঙ্গীরচর থানার নয়াগাঁও গ্রামের মো.ইব্রাহিম শিকদারের ছেলে।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয় ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সূর্যপুর, ঘোষগাঁও, বান্দরকাটা বিওপি ও শেরপুরের ঝিনাইগাতি উপজেলার তাওয়াকুচা ও নকশী বিওপি'র সীমান্ত দিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল চোরাকারবারি চক্র।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টহলদল পৃথক অভিযান চালালে দৌড়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। এসময় তাঁরা একটি মোটরসাইকেল ও পিকআপ ফেলে যায়। পরে বিজিবি এগুলো জব্দ করে ও চালক ইয়াছিনকে আটক করে। এ সময় ১ হাজার ৬৪৫ কেজি ভারতীয় জিরা, ৩৫৫ কেজি ভারতীয় চিনি, ৬৫ কেজি ভারতীয় তেঁতুল,
৪৯২ পিস ভারতীয় কসমেটিক সামগ্রী জব্দ করে।

বিজ্ঞাপন

বিজিবি -৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সানভীর হাসান মজুমদার বলেন, ভারতীয় পণ্যগুলো অবৈধভাবে চোরাই পথে এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করা হতো। বিজিবি টহলদল চোরাচালানের তথ্য পেয়ে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে একজনকে আটক করেছে। সীমান্তে চোরাচালান বন্ধ করতে বিজিবি সর্তক অবস্থানে রয়েছে।