অবৈধভাবে ভারতে প্রবেশ, ফেরার পথে যুবক আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সুনামগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ ডুলুরা বিওপির নিয়মিত টহল দল অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে এক যুবককে আটক করেছে ২৮ বিজিবি। আটককৃত ওই বাংলাদেশি যুবকের নাম মো: রাজন খান (২০)। তিনি টাংগাইল জেলার টাংগাইল সদর থানার বিশ্বাস বেতকা গ্রামের যুবরাজ খানের ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিসএসসি।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, বুধবার (১২ মার্চ) রাত আনুমানিক ৮টায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ ডুলুরা বিওপির নিয়মিত টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১২১১/৩-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাপনা নামক স্থান হতে বাংলাদেশী নাগরিক মো: রাজন খান (২০) কে আটক করা হয়। এসময় ৩০৬৫ রুপি ভারতীয় মুদ্রা, ১ জোড়া নতুন কেডস, ২ টি প্যান্ট, ২ টি ফতুয়া, ১টি মোবাইল এবং ১ টি ভারতীয় সীমসহ তাকে আটক করে বিজিবি। তাঁর সাথে থাকা মালামালের সর্বমোট সিজার মূল্য ২৩ হাজার ৯ শত ১৩ টাকা।

বিজিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত যুবক ভ্রমনের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিসএসসি জানান, আটককৃত আসামীকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি উক্ত এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।