কর বাড়িয়ে সিগারেটের ব্যবহার কমানোর পদক্ষেপ ব্যর্থ: প্রেস সচিব
-
-
|

ছবি: সংগৃহীত
কর বাড়িয়ে সিগারেটের ব্যবহার হ্রাসকরণের পদক্ষেপ ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (১২ মার্চ) ঢাকার পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে অনুষ্ঠিত আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের জন্য তামাক পণ্যের কার্যকর কর ও মূল্যবৃদ্ধি বিষয়ক এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
এসময় শফিকুল আলম বলেন, কর বাড়ালে সিগারেটের ব্যবহার কমবে এই ধারণায় তামাকবিরোধী সংগঠনগুলো সামাজিক সচেতনতার ওপর গুরুত্ব না দিয়ে এনবিআরকে ভ্যাট বাড়ানোর তাগিদ দিয়েছে। বিগত ২০ বছর ধরে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) এই ব্যবস্থা বাস্তবায়নের জন্য চাপ দেওয়া হচ্ছে। তবে, এই পদ্ধতি কার্যকর হয়নি।
প্রেস সচিব আরো বলেন, তামাক ব্যবহারের বিরুদ্ধে কাজ করা সব সংগঠনই ব্যর্থ হয়েছে। দেশকে তামাকমুক্ত করতে নতুন কৌশলের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সচেতনতা বৃদ্ধি এবং দেশব্যাপী প্রচারাভিযান পরিচালনা সিগারেট খাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে বলেও জানান শফিকুল আলম।
এদিকে তামাক চাষীদের উৎপাদন থেকে নিরুৎসাহিত করা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি।