শীর্ষ সন্ত্রাসী ইমনের ঘনিষ্ঠ সহযোগী এজাজ গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকার অপরাধ জগতের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ইমনের ঘনিষ্ঠ সহযোগী এবং মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, নিউ মার্কেট, এলিফেন্ড রোড ও কলাবাগান এলাকার ত্রাশ এজাজ ওরফে হেজাজ সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। সম্প্রতি এলিফ্যান্ট রোডে দুই ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় মূল হোতা হিসাবে এজাজ এর নাম এসেছিল।

সোমবার (১০ মার্চ) রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দিবাগত রাত দেড়টার দিকে গ্রেফতারের বিষয়টি ৪৬ পদাতিক ব্রিগেড এর ২৩ ইস্ট বেঙ্গল পদাতিক ব্যাটেলিয়ানের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, এজাজ দীর্ঘদিন কারাভোগের পরে গত ১৫ই আগস্ট শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম, পিচ্চি হেলাল ও ইমন একসাথে জামিনে বের হয়।

জামিনে বের হবার পর থেকেই সন্ত্রাসী এজাজ ঢাকার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি এবং অপহরণ করে আসছিল। কিছুদিন আগে এলিফ্যান্ট রোডে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে গুলি ও কোপানো হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায় এই এজাজ উক্ত হামলার প্রধান হামলাকারী। এছাড়াও শীর্ষ সন্ত্রাসী ইমন ও পিচ্চি হেলাল বর্তমানে পলাতক থাকায় তাদের বিভিন্ন সন্ত্রাসী গ্যাং পরিচালনা করে এই এজাজ। এই এজাজ এর বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি ও অপহরণ এর ১২ থেকে ১৫ টি মামলা রয়েছে।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, ঢাকার বিভিন্ন জায়গায় তার প্রায় ১২০ থেকে ১৫০ সদস্যের বিভিন্ন সন্ত্রাসী সদস্য ও অনুসারী রয়েছে।

উক্ত সন্ত্রাসীকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এই সেনা কর্মকর্তার জানান।