ঝিনাইদহে চার বছর বয়সী শিশুকে ধর্ষণ, কিশোর গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে সাড়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় ইমরান হোসেন (১৫) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) সকালে ভিকটিমের মা বাদী হয়ে হরিণাকুন্ডু থানায় মামলা করেন। পরে বিকালে অভিযান চালিয়ে অভিযুক্ত ওই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত ইমরান হোসেন হরিণাকুণ্ডু উপজেলার পোলতাডাঙা গ্রামের রেজাউল ইসলামের ছেলে। সে পেশায় রাজমিস্ত্রির সহকারী ছিলেন বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি ভুট্টাখেতে নিয়ে ওই শিশুটিকে ধর্ষণ করে রাজমিস্ত্রী ইমরান হোসেন। ঘটনার পর ধর্ষণের শিকার শিশুটির পরিবার লজ্জায় বিষয়টি আড়াল করার চেষ্টা করে। কিন্তু, শিশুটি অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। সেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ রউফ খান জানান, ঘটনার দিন সকালে ইমরান হোসেন ওই শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। সোমবার সকালে ভিকটিমের মা হরিণাকুণ্ডু থানায় এসে এ বিষয়ে একটি মামলা দায়ের করেন।

ওসি জানান, পুলিশ শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে। আসামি ইমরানকে ঝিনাইদহ সাইবার ইনভেস্টিগেশন সেল গ্রেফতার করে হরিণাকুণ্ডু থানায় হস্তান্তর করেছেন।