বার্তা ২৪ এর সংবাদ প্রকাশ
ভেজাল-মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় নূর ট্রেডার্সকে জরিমানা
-
-
|

ছবি: বার্তা২৪.কম
ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে কুমিল্লার আদর্শ সদর উপজেলার নূর ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশ মান নিয়ন্ত্রণ সংস্থা (বিএসটিআই) ও কুমিল্লা জেলা প্রশাসনের যৌথ অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিএসটিআই অনুমোদনবিহীন পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুদ এবং ওজন ও পরিমাপ সংক্রান্ত আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।
বুধবার (১০ মার্চ) বিকালে এ অভিযান পরিচালিত হয়।
এদিকে, গত মঙ্গলবার (৯ মার্চ) 'নগরীতে আবাসিক এলাকায় গড়ে উঠছে লাইসেন্সবিহীন কারখানা, ঝুঁকিতে জনস্বাস্থ্য' শিরোনামে নূর ট্রেডার্সের নাম উল্লেখ করে বার্তা ২৪ এর সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রশাসনের দৃষ্টিগোছর হওয়ার পর তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করে বিএসটিআই কুমিল্লা।
বিএসটিআই কুমিল্লার উপ পরিচালক কে এম হানিফের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নূর ট্রেডার্স বিএসটিআই অনুমোদন ছাড়া ‘ব্ল্যাক টি’ ও ‘সরিষার তেল’ বিক্রি করছিল এবং মেয়াদোত্তীর্ণ চা বিক্রির উদ্দেশ্যে মজুদ রেখেছিল। এসব অপরাধের দায়ে বিএসটিআই আইন-২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এসময়, অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা ও রতন কুমার দত্ত। বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার ইকবাল আহাম্মদ এবং পরিদর্শক আরিফ উদ্দিন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
বিএসটিআই উপপরিচালক কে এম হানিফ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় বাজার থেকে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য সরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।