ঢাকায় চসিকের সাবেক কাউন্সিলর জসিম গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বহুল আলোচিত সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসিম অবশেষে গ্রেফতার হয়েছেন।

বুধবার (৫ মার্চ) গভীর রাতে ঢাকা থেকে চট্টগ্রামের আকবর শাহ থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

আকবর শাহ থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, জসিমকে গ্রেফতারে বিষয়ে বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হবে।

একটি সূত্র দাবি করেছে, স্ত্রীর জামিন পেতে তিনি নিজেই পুলিশের কাছে ধরা দিতে বাধ্য হয়েছেন। গত সপ্তাহে আকবর শাহ থানা এলাকায় একটি বহুতল আবাসিক ভবনে জসিম লুকিয়ে আছেন এমন সংবাদে স্থানীয়রা পুরো বিল্ডিংটি সারা রাত ঘেরাও করে রেখেছিল। তবে, পুলিশ তল্লাশী চালানোর পরও জসিমকে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এদিকে, এক ফ্ল্যাট থেকে জসিমের স্ত্রীকে ডবলমুরিং থানা পুলিশ গ্রেফতার করে। স্ত্রীর গ্রেফতারের পরই জানা যায়, জসিম স্ত্রীর জামিনের আশায় নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছেন।

উল্লেখ্য, সাবেক কাউন্সিলর জসিমের বিরুদ্ধে চট্টগ্রামের আকবর শাহ এলাকায় সরকারি একাধিক পাহাড় কেটে বিশাল সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে পাহাড় কাটার এবং ভূমি দস্যুতার একাধিক মামলা রয়েছে।