উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, ছবি: সংগৃহীত
জাতীয়
১৫ রোজা থেকে রাতে স্পিডবোট ও বাল্কহেড চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) সচিবালয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন নৌপথে জলযানসমূহ সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা শেষে ব্রিফিংয়ে এ নির্দেশনা দেন তিনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, নৌযানে নির্ধারিত ভাড়ার বেশি নিলে শুধু জরিমানা নয়, সেই লঞ্চের রুট পারমিটও স্থগিত করা হবে। এছাড়াও ঈদযাত্রায় লঞ্চে অতিরিক্ত যাত্রী নেয়া যাবে না।
তিনি আরও বলেন, কোনো লঞ্চ নির্ধারিত সিরিয়ালের বাইরে ছেড়ে যেতে পারবে না। অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। শুধু সদরঘাট নয়, রাস্তা থেকে যাত্রী তোলা যাবে না। এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদারকি করবে, নৌবাহিনীও সহযোগিতা করবে। তবে আইনশৃঙ্খলা বাহিনী অপ্রয়োজনে লঞ্চে চেক করে সময় নষ্ট করবে না। ফিটনেস সনদ ছাড়া কোনো লঞ্চ চলতে পারবে না ও নির্ধারিত গতিসীমার বেশি চালানো যাবে না।
বিজ্ঞাপন
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, সদরঘাট এলাকায় জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত এমন বিশৃঙ্খলা থাকে যে, তিন ঘণ্টা আগে রওনা দিলেও অনেকে লঞ্চ ধরতে পারেন না। তাই রাস্তা পরিষ্কার রাখতে হবে। প্রয়োজনে রেকার দিয়ে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা গাড়ি সরিয়ে নেওয়া হবে।
সংবাদ প্রকাশের পর সিলেটে যুবদল নেতা জুম্মান বহিষ্কার
স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
|
ছবি: সংগৃহীত
জাতীয়
সিলেট নগরীর লালাদিঘীরপাড়ে এক ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দল থেকে বহিষ্কার হয়েছেন সিলেট জেলা যুবদলের সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কাওছার আহমদ জুম্মান।
বুধবার (৫মার্চ) কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে গত ৩ মার্চ রাতে দেশের জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা২৪.কমে 'সিলেটে ব্যবসায়ীর বাসায় গিয়ে যুবদল নেতার চাঁদা দাবি' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর বুধবার জুম্মানকে বহিষ্কার করা হয়।
কাওছার আহমদ জুম্মানের বহিষ্কারাদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগে সিলেট জেলা যুবদলের সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কাওছার আহমদ জুম্মানকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য-রোববার(২মার্চ) রাতে সিলেট নগরীর লালাদিঘীরপাড়ের বাসিন্দা ও ব্যবসায়ী ফাহিমুল ইসলাম ফাহিমের বাসায় সিলেট মহানগর বিএনপির ১২ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আমির আহমদ ও ১১নং ওয়ার্ড বিএনপির সহ প্রচার সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাউছার আহমদ জুম্মানের নেতৃত্বাধীন একটি গ্রুপ তার বাসায় গিয়ে ১০লাখ টাকা চাঁদা দাবি করে বলে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেছিলেন ফাহিমের স্ত্রী শামীমা আক্তার ইমা।
দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২৬ মার্চ দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের পাঠানো বিশেষ ফ্লাইটে দেশটির উদ্দেশে রওনা দেবেন তিনি।
বৃহস্পতিবার (৬ মার্চ) সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এই সফরে শি জিন পিংয়ের সঙ্গে ২৮ মার্চ ড. ইউনূসের বৈঠকের আয়োজনের প্রস্তুতি চলছে।
জানা গেছে, চীনের হাইনান প্রদেশে আগামী ২৫ থেকে ২৮ ডিসেম্বর বাউ (বিওএও) ফোরাম ফর এশিয়ার সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনটিতে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানায় চীন। এরপর বাংলাদেশ সবুজ সংকেত দিলে সফরটি চূড়ান্ত হয়।
প্রসঙ্গত, ২৫ দেশের জোট বিএফএর সম্মেলনে যোগ দিতে সম্প্রতি প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান বোয়াও ফোরাম ফর এশিয়ার মহাসচিব ঝ্যাং জুন। ওই সময় দুই দেশের সম্পর্কের পাঁচ দশক পূর্তিতে আগামী মার্চে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বেইজিং সফরে নিতে চায় চীন। প্রধান উপদেষ্টাকে বেইজিং সফরে নিতে চীনের পক্ষ থেকে ভাড়া করা উড়োজাহাজ পাঠানোর বিষয়টিও বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে।
২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগদান শেষে বিকেলে বেইজিং রওনা হতে পারেন প্রধান উপদেষ্টা। সে ক্ষেত্রে হাইনান থেকে বেইজিংয়ের দূরত্বের কারণে ভাড়া করা উড়োজাহাজে প্রধান উপদেষ্টার চীন সফরের আয়োজন করা হতে পারে। সে ক্ষেত্রে চীনের প্রস্তাব অনুযায়ী সে দেশের পাঠানো উড়োজাহাজে প্রধান উপদেষ্টা সফর করতে পারেন।
বিএফএ এশিয়াসহ বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বেসরকারি ও অলাভজনক সংস্থার এই ফোরামে বিভিন্ন দেশের নেতা, শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী নেতা ও শিক্ষাবিদেরা অংশ নিয়ে থাকেন। সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল বিশ্বে এশিয়া: একটি অভিন্ন ভবিষ্যতের পথে’। যেখানে উন্নয়ন, সংলাপকে উৎসাহ প্রদান, উদ্ভাবনী বিন্যাস অন্বেষণ এবং বাস্তব ফলাফলের মূল্যায়নের মতো বিষয়গুলোয় অগ্রাধিকার দেয়া হবে। যার অভীষ্ট লক্ষ্য আন্তর্জাতিক উন্নয়ন এবং সহযোগিতার বিকাশ।
বারবার অবহেলার প্রতিবাদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আয়োজনে (৬ মার্চ) বৃহস্পতিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ গেইটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের শুরু থেকেই দেখা যাচ্ছে, দেশের উত্তরবঙ্গ বৈষম্যের শিকার হচ্ছে। এই অঞ্চল থেকে এখন পর্যন্ত কোন উপদেষ্টা নিয়োগ দেয়া হয়নি। অথচ স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তরবঙ্গের অবদান ছিল গুরুত্বপূর্ণ। এমনকি শতশত মানুষ আন্দোলনে গিয়ে হতাহতের ঘটনা ও প্রাণহানি হয়েছে। এরপরেও উপদেষ্টা নিয়োগে বৈষম্য করা হয়েছে উত্তরবঙ্গের প্রতি।
বক্তব্য রাখেন, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম, সদস্য সচিব সাব্বির আহমেদ, মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক মাহিন খানসহ অন্যান্যরা৷
রাজধানীর ভাষানটেক এলাকার বিআরপি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক বাড়িঘর পুড়ে ছাই হয়েছে। পাশাপাশি বস্তি লাগোয়া ৫ টিরও বেশি দোকান পুড়েছে। দোকানের মালামাল কিছুটা সরিয়ে নেয়া গেলেও সরানো মালামাল লুট হওয়ার অভিযোগ তোলেন দোকান মালিকরা ও পুড়ে যাওয়া বাড়ির বাসিন্দারা।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১০ টার পর বস্তির একটি বাড়িতে আগুনের সূত্রপাত হয়। বাড়িগুলো লাগালাগি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট গিয়ে বেলা সাড়ে ১১ টার দিকে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
যেভাবে লুট হয় মালামাল:
বিআরপি বস্তির বাসিন্দা নুরুল ইসলাম। থাকার ঘরের সাথে একটি মুদি দোকান খুলেছেন তিনি। বস্তিতে আগুন লাগার পর দোকানের কর্মচারীর সহায়তায় দোকানের কিছু মালামাল বের করতে শুরু করেন তিনি। শিশু সন্তানকে কোলে নিয়ে ঘরের মালামাল সরাতে ব্যস্ত তার স্ত্রী শিউলি আক্তার। দোকানের কয়েক বস্তা চাল, ডাল সরানো গেলেও ফ্রিজটি ভেতরেই থেকে যায়। আগুনের খবর চারদিকে ছড়িয়ে গেলে আশেপাশের এলাকা থেকে লোকজন আসা শুরু করে। দোকানের মালামাল সড়ানোর সময় নুরুল ইসলাম খেয়াল করেন, তার ফ্রিজটি কয়েকজন লোক দোকান থেকে বের করছেন। লোকজনের সহযোগিতা দেখে তিনি খুশি হলেও বিপত্তি বাধে আগুন নেভার পর। চারপাশে খুঁজেও ফ্রিজটির নাগাল পাননি তিনি। খেয়াল করেন যে, দোকান থেকে উদ্ধার করা মালামালের বেশিরভাগই সবার চোখের সামন দিয়ে লুট হয়েছে।
আহাজারি করছেন নুরুল ইসলাম
নুরুল ইসলাম বলেন, 'বেশিরভাগ তো আগুন খেয়ে দিলো। যা বাকী ছিল সেখান থেকেও মানুষ লুট করছে। হায় আল্লাহ, আমি কার কাছে যাবো এখন। গতকাল ৩ লাখ টাকার মালামাল কিনেছি দোকানের জন্য। আগের ৩ লাখ টাকার মালামাল ছিল। এখন সব মিলিয়ে ২ লাখ টাকারও নাই। আমার সব গেলো।'
শুধু দোকানেই লুটপাট নয়। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর পড়ে থাকা ছাই নিয়ে যখন বাড়ির মালিকরা আহাজারি করছেন। তখন উদ্ধারকাজের নামে একদল লোক লুটপাটে ব্যস্ত। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসলে তারা দ্রুত ঘটনাস্থল খালি করেন। বস্তির বাসিন্দা ইব্রাহীম বলেন, 'কেউ আসে আগুন নেভাতে। আবার কেউ কেউ আসে সেই সুযোগে লুটপাট করতে। যার যার ঘর নিয়ে সবাই ব্যস্ত। সেই সুযোগে সাহায্য করার নামে কিছু লোক এখানে লুটপাট করেছে।'
আগুনে পুড়ল সবকিছু:
বস্তিতে প্রায় ১ বছর থেকে ভাড়া থাকেন প্রতিবন্ধী সুফিয়া বেগম ও শামসুন্নাহার বেগম। ষাটোর্ধ্ব বয়সের এই দুই বৃদ্ধা ভিক্ষা করে বেঁচে থাকেন। সুফিয়া বেগম প্রতিবন্ধী হওয়ায় তাকে চলাফেরা করতে হয় হুইল চেয়ারে। প্রতিদিন মতো সকাল ৬ টায় দুই বোন বেরিয়ে পড়েন ভিক্ষা করতে। দুপুরে ফিরে দেখলেন তাদের ঘরে ছাই ছাড়া কিছুই অবশিষ্ট নেই। ট্রাঙ্কে রাখা কিছু টাকাও পুড়ে ছাই হয়েছে। তারা দুজনেই কান্নায় ভেঙ্গে পড়ার পর একে অপরকে সান্ত্বনা দিচ্ছেন। পড়নের কাপড়, সকালের ভিক্ষা করা ৩০০ টাকা ছাড়া তাদের আর কিছুই বেঁচে নেই।
ষাটোর্ধ্ব বয়সের এই দুই বৃদ্ধা ভিক্ষা করে বেঁচে থাকেন
‘কলেজ গেছি, আইসা দেহি আগুন আর আগুন। ট্রাঙ্কের ভিতরে থাকা আমার সার্টিফিকেট গুলাও শ্যাষ। বই গুলাও পুড়ছে।‘ বলছিলেন সাগর নামের এক শিক্ষার্থী।
আগুনে পুড়েছে শিক্ষার্থী সাগরের সব সার্টিফিকেট
আগুন লাগার ঠিক আগে কোলের শিশু ঘুমিয়ে পড়লেও কোলে নিয়েই বাইরে যান মা শিউলি আক্তার। তিনি বলেন, সব পুড়ে শ্যাষ। আল্লাহ আমার কোলের বাচ্চারে নিজ হাতে বাঁচাইচে বাবা। আইজ ওরে কোলে নিয়্যা বাইরা আছিলাম।‘
অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে শিউলি বেগমের কোলের শিশুটি
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহত হয়েছে এমন খবরও পাওয়া যায়নি।