নেত্রকোনায় পাহাড়াদারকে হত্যা পর ডাকাতি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নেত্রকোনার দুর্গাপুরে একটি খামারের পাহাড়াদার জয়নাল মিয়া (৬৫) কে বেঁধে হত্যার পর ৭টি গরু নিয়ে গেছে ডাকাত দল।

বৃহস্পতিবার (৬ মার্চ) ভোররাতে শ্যামগঞ্জ-দুর্গাপুর সীমান্ত সড়কে দুর্গাপুর কাকৈরগড়া ইউনিয়নের গোদারিয়া চৌরাস্তা এলাকার মাহবুববুল হকের খামারে এই ডাকাতির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, খামারের পাহারাদার জয়নাল মিয়াকে পিলারের সঙ্গে বেঁধে হত্যার পর বাঁধা অবস্থায় ফেলে রেখে যায় ডাকাতরা এবং খামারে থাকা ১১ টি গরুর মধ্যে ৭ টি গরু নিয়ে যায়।

পরে সকালে স্থানীয়রা গিয়ে দেখেন মৃত জয়নাল মিয়া খামারে এক পাশে খড়ের ওপর মুখ বাঁধাসহ পিলারে বাঁধা অবস্থায় পরে আছে। সকালে স্থানীয়রা গিয়ে এমন ঘটনা দেখে পুলিশকে জানায়।

বিজ্ঞাপন

পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ সাংবাদিকদের পাহাড়াদার হত্যার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন পাহাড়াদার জয়নাল মিয়াকে বেঁধে রাখার পর হত্যা করা হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনই কিছু বলা যাচ্ছে না।