নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নীলফামারীতে সরকারি মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া বা অন্যত্র স্থানান্তরের ষড়যন্ত্র চলছে বলে এমন অভিযোগে নীলফামারীর সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীর ব্যানারে বিক্ষুব্ধ জেলার সকল শ্রেণির মানুষ ও শিক্ষার্থীরা প্রতিবাদ ও মানবন্ধন কর্মসূচি পালন করেছে ।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টায় নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় জনসাধারণ ও শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা বলেন, নীলফামারীর মানুষের অধিকার রক্ষার জন্য রাস্তায় নামতে প্রস্তুত। নীলফামারী মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে কোন ধরনের অনিয়ম বা ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। এটি নীলফামারীবাসীর বহুদিনের স্বপ্ন, এবং এটি বন্ধ করে দেওয়া বা অন্য জেলায় স্থানান্তরের চেষ্টা করা হলে তারা তীব্র আন্দোলন গড়ে তুলবেন।

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা সরকারের প্রতি দ্রুত স্থায়ী ক্যাম্পাস ও পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণের দাবি জানিয়েছেন। যাতে নীলফামারীর জনগণ চিকিৎসা ও শিক্ষার পূর্ণ সুবিধা ভোগ করতে পারেন। আন্দোলনকারীরা স্পষ্টভাবে জানিয়েছেন, তারা নীলফামারী মেডিকেল কলেজের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র মেনে নিবে না এবং প্রয়োজনে কঠোর কর্মসূচি দিতে পিছপা হবেন না।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ আগস্ট নীলফামারী মেডিকেল কলেজসহ চারটি নতুন মেডিকেল কলেজের অনুমোদন দেয় সরকার। পরে ৩০ আগস্ট নীলফামারী মেডিকেল কলেজ পূর্ণাঙ্গ অনুমোদন পায়। ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মো. রবিউল ইসলাম শাহ।

বিজ্ঞাপন

এরপর ১৫ অক্টোবর প্রথম ব্যাচের ভর্তি কার্যক্রম শুরু হয় এবং ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি নীলফামারী ডায়াবেটিকস হাসপাতালের নতুন ভবনে স্থাপিত অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালু হয়। কিন্তু এখন কলেজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে।