ঈদে চ্যানেল আইতে ১৫ নাটক ও ১৩ টেলিছবি
-
-
|

মেহজাবীন চৌধুরী ও জোভান অভিনীত টেলিছবি ‘বেস্ট ফ্রেন্ড ২.০’
ঈদ অনুষ্ঠানমালায় চ্যানেল আইতে এবারে থাকছে ১৫টি খণ্ড নাটক ও ১৩টি টেলিছবি। আর তাতে অভিনয় করেছেন এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় অভিনয়শিল্পীরা।
যাদের মধ্যে রয়েছেন অপূর্ব, মেহজাবীন চৌধুরী, মোশাররফ করিম, তাসনিয়া ফারিণ, তৌসিফ মাহবুব, জোভান, নিলয় আলমগীর, আরশ খান, মুশফিক ফারহান, শ্যামল মাওলা, খায়রুল বাশার, ইয়াশ রোহান, তটিনী, নিহা, তানজিন তিশা, কেয়া পায়েল, হিমি, তানিয়া বৃষ্টি, সামিরা খান মাহি প্রমুখ।
নাটকগুলো প্রচারিত হবে ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত রাত ৭:৫০ মিনিট এবং রাত রাত ৯:৩৫ মিনিটে। আর ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন বিকাল ৪:৩০ মিনিট এবং রাত ৯:৩৫ মিনিটে দেখা যাবে টেলিফিল্মগুলো।
ঈদের আগের দিন রাত ৭:৫০ মিনিটে দেখবেন রেজানুর রহমান পরিচালিত ‘বিক্রয়যোগ্য ভালোবাসা’। অভিনয়ে- শানারেই দেবী শানু, শাহেদ আলী, মাসুম বাশার, মিন্টু সরদার এবং তানায আজিম।
ঈদের দিন রাত ৭:৫০ মিনিটে দেখবেন রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটক ‘সামনে সমুদ্র’। পরিচালনায় আবুল হায়াত। অভিনয়ে- আবুল হায়াত, শাহেদ শরীফ খান, তানজিকা আমীন, আহসান হাবিব নাসিম। রাত ৯:৩৫ মিনিটে নাটক ‘চালাকি’। পরিচালক- সালাহউদ্দিন লাভল, অভিনয়ে- শ্যামল মাওলা, মিহি আহসান, চিত্রলেখা গুহ।
দ্বিতীয় দিন রাত ৭:৫০ মিনিটে নাটক ‘লাস্ট উইশ’। অভিনয়ে- জোভান, আয়েশা খান। রাত ৯:৩৫ মিনিটে নাটক ‘ডাকু’, পরিচালনায় আদিবাসি মিজান। অভিনয়ে- নিলয় আলমগীর, হিমি, শামিমা নাজনিন, মাসুম বাশার, শাহেদ শাহরিয়ার।
তৃতীয় দিন রাত ৭:৫০ মিনিটে নাটক ‘ইতির ঈদি’, পরিচালনায় রাফাত মজুমদার রিংকু, অভিনয়ে- জোভান, কেয়া পায়েল। রাত ৯:৩৫ মিনিটে নাটক ‘টোনাটুনির সংসার’, পরিচালনা- সৈয়দ শাকিল, অভিনয়ে- মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি।
চতুর্থ দিন রাত ৭:৫০ মিনিটে নাটক ‘লাভ মি মোর’, পরিচালনা- সাজ্জাদ হোসাইন বাপ্পি, অভিনয়ে- তৌসিফ মাহবুব, পারসা ইভানাা, মারিয়া শান্ত, বহ্নি হাসান। রাত ৯:৩৫ মিনিটে নাটক ‘বউ বেশী বুঝে’, পরিচালনা- যুবায়ের ইবনে বকর, অভিনয়ে- মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি।
পঞ্চম দিন রাত ৭:৫০ মিনিটে নাটক ‘তোমায় ছুঁয়ে’, পরিচালনা- শাহ মোহাম্মদ রাকিব, অভিনয়ে- ইয়াশ রোহান, তানজিন তিশা। রাত ৯:৩৫ মিনিটে নাটক ‘ভেতরে আসতে দাও’, পরিচালনা- সকাল আহমেদ, অভিনয়ে- আরশ খান, সামিরা খান মাহি।
ষষ্ট দিন রাত ৭:৫০ মিনিটে নাটক ‘পানি’, পরিচালনা- ফেরদৌস হাসান, অভিনয়ে- আবুল হায়াত, দিলারা জামান। রাত ৯:৩৫ মিনিটে নাটক ‘মেইড ফর ইচ আদার’, পরিচালনা- মিফতাহ আনান, অভিনয়ে- তৌসিফ মাহবুব, কেয়া পায়েল।
সপ্তম দিন রাত ৭:৫০ মিনিটে নাটক ‘জালিয়াত’, পরিচালনা- মীর আরমান হোসেন, অভিনয়ে- জোভান, কেয়া পায়েল। রাত ৯:৩৫ মিনিটে নাটক ‘বলো ভালোবাসি’, পরিচালনা- তৌফিকুল ইসলাম, অভিনয়ে- মুশফিক ফারহান, ফারিন খান।
টেলিফিল্মগু হলো- মাহিন খান পরিচালিত নিলয় আলমগীর ও হিমি অভিনীত ‘একান্নবর্তী’। প্রবীর রায় চৌধুরী পরিচালিত মেহজাবীন চৌধুরী ও জোভান অভিনীত ‘বেস্ট ফ্রেন্ড ২.০’। জাকারিয়া সৌখিন পরিচালিত অপূর্ব, তাসনিয়া ফারিন এর ‘প্রিয় প্রজাপতি’। জুলফিকার ইসলাম শিশির পরিচালিত যাহের জালভী ও তিথি অভিনীত ভাবিদের ঈদ। রুবেল হাসান পরিচালিত, ইয়াশ রোহান ও তটিনী অভিনীত আবীর ছোঁয়া। মোস্তফা জামাল রাজ পরিচালিত এবং জোভান, তটিনী ও দিলারা জামান অভিনীত তোমাদের গল্প। জোবায়ের ইবনে বকর পরিচালিত ইরফান সাজ্জাদ ও তাসনিয়া ফারিন অভিনীত ফায়ার ফাইটার। জাকারিয়া সৌখিন পরিচালিত অপূর্ব ও নাজনীন নেহা অভিনীত মেঘ বালিকা। রুবেল আনুশ পরিচালিত মুশফিক ফারহান ও সাফা কবির অভিনীত কানামাছি।
রাফাত মজুমদার রিংকু পরিচালিত খায়রুল বাশার ও সামিরা খান মাহি অভিনীত হতাহতের ঘটনা। আরিফ খান পরিচালিত আফজাল হোসেন ও মৌ অভিনীত ঘোর। তানিম রহমান অংশু পরিচালিত জিয়াউল পলাশ ও সাফা কবির অভিনীত খালিদ। মোস্তফা খান শিহান পরিচালিত আরশ খান ও রিয়া মনি অভিনীত ফুলপুর।