পাকিস্তানের তারকা অভিনেতা দানিশের ‘চার বিয়ে’ মন্তব্যে যা করলেন মাহিরা খান!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দানিশ তৈমুর ও মাহির খান

দানিশ তৈমুর ও মাহির খান

বহুবিবাহের কথা প্রচার করে বিপাকে পড়েছেন পাকিস্তানের তারকা অভিনেতা দানিশ তৈমুর। চার বার বিয়ে করেছেন অভিনেতা। তা নিয়ে গর্বের সুরে মন্তব্য করার পরেই কটাক্ষের শিকার হয়েছেন তিনি। এ বার সেই বিতর্কে নাম জড়াল একই দেশের সুপারস্টার অভিনেত্রী মাহিরা খানেরও।

এক অনুষ্ঠানে দানিশ বহুবিবাহ নিয়ে মন্তব্য করেন, ‘আমি সদর্পে বলতে পারি, আমি চার বিয়ে করেছি। যদিও এই নিয়ে আমি সাধারণত জাহির করি না, সেটা আলাদা বিষয়। কিন্তু এই সম্মান আমাকে আল্লাহ দিয়েছেন। এই সম্মান আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না।’

বিজ্ঞাপন
পাকিস্তানের তারকা অভিনেতা দানিশ তৈমুর

বর্তমানে পাকিস্তানি অভিনেত্রী আয়েজা খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কে রয়েছেন দানিশ। স্ত্রীর প্রসঙ্গে দানিশ বলেছেন, ‘আমি আপাতত আয়েজাকেই ভালবাসি ও সম্মান করি। তাই বাকি জীবনটা ওর সঙ্গেই কাটাতে চাই।’

এই মন্তব্য নিয়ে তোলপাড় সমাজমাধ্যম। পুরুষতন্ত্র ও বহুবিবাহের প্রচারের অভিযোগও উঠেছে দানিশের বিরুদ্ধে। পরোক্ষভাবে দানিশের সমালোচনা করেছেন মাহিরা খানও।

বিজ্ঞাপন
তারকা দম্পতি দানিশ তৈমুর ও আয়েজা খান

দানিশের এই মন্তব্য নিয়ে সমাজমাধ্যমে ট্রোলিং শুরু হয়েছে। পাক অভিনেতাকে নিয়ে হাসির খোরাক বানিয়ে নানা রকমের ‘মিম’-ও ছড়িয়ে পড়েছে। এমনই একটি মিম পছন্দ করেছেন মাহিরা। চোখ এড়ায়নি মাহিরার অনুরাগীদের। স্পষ্ট হয়ে গিয়েছে, দানিশের মন্তব্য ভালভাবে নেননি মাহিরাও।

পাকিস্তানি সুপারস্টার মাহিরা খান

‘রেহাই’, ‘অব দেখ খুদা কেয়া করতা হ্যায়’, ‘দিওয়ানগি’-র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন দানিশ। ২০১৪ সালে আয়েজা খানকে বিয়ে করেন তিনি। বর্তমানে তারা এক পুত্রসন্তান ও এক কন্যাসন্তানের বাবা-মা।

তারকা দম্পতি দানিশ তৈমুর ও আয়েজা খানের ঘরে রয়েছে দুটি সন্তান

অন্যদিকে, শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ ছবিতে জুটি বাঁধতে দেখা গিয়েছে মাহিরাকে।