আলিয়া নন, রণবীর নিজেই জানালেন প্রথম স্ত্রীর কথা!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিয়ের পিঁড়িতে রণবীর কাপুর ও আলিয়া ভাট

বিয়ের পিঁড়িতে রণবীর কাপুর ও আলিয়া ভাট

এক সময় বলিউডে ‘ক্যাসানোভা’ তকমা পেয়েছিলেন রণবীর কাপুর। বি-টাউনের একাধিক প্রথম সারির অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি বার বার প্রেমের সম্পর্কের কারণে শিরোনামে এসেছেন তিনি।

রণবীর কাপুর

যদিও ২০২২ সালে অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে বিয়ে সারেন রণবীর। তার মাস কয়েকের মধ্যে তাদের জীবনে আসে কন্যা রাহা। এখন স্ত্রী ও কন্যাকে নিয়ে দারুণ সংসারী রণবীর।

বিজ্ঞাপন
একমাত্র কন্যা রাহাকে নিয়ে তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট

তবে সবাই আলিয়াকে রণবীরের প্রথম স্ত্রী হিসেবে জানলেও আদতে তা নয়! আলিয়ার আগে আর এক নারীর সঙ্গে বিয়ে হয় তার! মন্ত্রপাঠ করে পুরোহিতের সামনে অগ্নিসাক্ষী রেখেই হয় বিয়ে। প্রথম স্ত্রীর কথা স্বীকার করে নিলেন ঋষি-পুত্র।

রণবীর কাপুর

ঘটনাটা বেশ কয়েক বছর আগের। তখন সদ্য বলিউডে পা রেখেছেন। প্রথম থেকেই রণবীরের মহিলা অনুরাগীর সংখ্যা ছিল অন্য তারকাদের কাছে ঈর্ষণীয়। এক মহিলা অনুরাগী তার বাড়ির সামনে যান। বাড়ির সদর দরজার বাইরে রীতিমতো যজ্ঞ করে পুরোহিত নিয়ে এসে রণবীরের ছবি হাতে নিয়ে অগ্নিসাক্ষী রেখে বিয়ে করেন।

বিজ্ঞাপন
তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর নিজেই জানান, তিনি তার প্রথম স্ত্রীকে দেখেননি এখনও। রণবীরের কথায়, ‘যে সময় মেয়েটি আমার বাড়ির সামনে এসে এই গোটা কর্মকাণ্ড ঘটান, আমি তখন বাইরে ছিলাম শুটিংয়ের কাজে। আমি দারোয়ানের কাছে সবটা জানতে পারি। বিয়ের পর্ব মিটিয়ে মেয়েটি নাকি দরজায় তিলক দিয়ে এবং একগোছা ফুল রেখে যান। যদিও আমার প্রথম স্ত্রীকে চোখে দেখিনি।’

তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট