আজ এই ছবিটি পোস্ট করে বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাবা শাকিব খান
বিনোদন
দুই স্ত্রীর সঙ্গেই দূরত্ব। কিন্তু দুই ছেলের প্রতি ভালোবাসার কমতি নেই ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের। তাইতো ঈদে মুক্তি প্রতিক্ষীত ‘বরবাদ’-এর প্রচারণার ব্যস্ততার মধ্যেও ছোট ছেলে বীরের ‘স্পেশ্যাল ডে’ ভুলে যান নি তিনি।
বাপ-বেটার দারুণ একটি ছবি পোস্ট করে বীরের জন্মদিনে উইশ করেছেন শাকিব খান। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার।’
বিজ্ঞাপন
এরপর ছেলের প্রতি শুভকামনা জানান শাকিব। তার ভাষ্যে, ‘বড় হয়ে একজন সত্যিকারের ভালো মানুষ হও। মহান আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, পৃথিবীর সব সুখ আর সফলতাকে যেন তুমি স্পর্শ করতে পারো তোমার জীবনে।’
আজ এই ছবিটি পোস্ট করে বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাবা শাকিব খান
এরপর জানিয়ে দিলেন বাবা হিসেবে তিনি সব সময় পাশে আছেন। শাকিব লিখেছেন, ‘মনে রেখো, যখনই তোমার আমাকে প্রয়োজন হবে, আমি সবসময় তোমার পাশে আছি, ভালোবাসি!’
বিজ্ঞাপন
শাকিবের এই বার্তা এবং ছবি নেটিজেনরা খুব পছন্দ করেছে। এরইমধ্যে ছবিটি প্রায় এক লক্ষ মানুষ লাইক করেছ। অনেক মানুষ বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে।
শুধু বীর নয়, বড় ছেলে জয়-এর জন্মদিনেও শাকিব খান একইভাবে শুভকামনা জানান সোশ্যাল মিডিয়ায়। ‘স্পেশ্যাল ডে’ ছাড়াও তিনি সময় বের করে ছেলেদের সঙ্গে একান্তে সময় কাটান।
Caption
তবে বাবা ছেলের মধ্যে সম্পর্ক যাই থাকুক, শাকিবকে নিয়ে দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর টানা হ্যাচড়া কিছুতেই বন্ধ হচ্ছে না। দুজনই শাকিবকে তাদের স্বামী দাবী করে একে অন্যকে কটাক্ষ করার একটি সুযোগও হাগছাড়া করেন না!
নাটকগুলো প্রচারিত হবে ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত রাত ৭:৫০ মিনিট এবং রাত রাত ৯:৩৫ মিনিটে। আর ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন বিকাল ৪:৩০ মিনিট এবং রাত ৯:৩৫ মিনিটে দেখা যাবে টেলিফিল্মগুলো।
অপূর্ব ও নাজনীন নেহা অভিনীত টেলিছবি ‘মেঘ বালিকা’
ঈদের আগের দিন রাত ৭:৫০ মিনিটে দেখবেন রেজানুর রহমান পরিচালিত ‘বিক্রয়যোগ্য ভালোবাসা’। অভিনয়ে- শানারেই দেবী শানু, শাহেদ আলী, মাসুম বাশার, মিন্টু সরদার এবং তানায আজিম।
টেলিফিল্মগু হলো- মাহিন খান পরিচালিত নিলয় আলমগীর ও হিমি অভিনীত ‘একান্নবর্তী’। প্রবীর রায় চৌধুরী পরিচালিত মেহজাবীন চৌধুরী ও জোভান অভিনীত ‘বেস্ট ফ্রেন্ড ২.০’। জাকারিয়া সৌখিন পরিচালিত অপূর্ব, তাসনিয়া ফারিন এর ‘প্রিয় প্রজাপতি’। জুলফিকার ইসলাম শিশির পরিচালিত যাহের জালভী ও তিথি অভিনীত ভাবিদের ঈদ। রুবেল হাসান পরিচালিত, ইয়াশ রোহান ও তটিনী অভিনীত আবীর ছোঁয়া। মোস্তফা জামাল রাজ পরিচালিত এবং জোভান, তটিনী ও দিলারা জামান অভিনীত তোমাদের গল্প। জোবায়ের ইবনে বকর পরিচালিত ইরফান সাজ্জাদ ও তাসনিয়া ফারিন অভিনীত ফায়ার ফাইটার। জাকারিয়া সৌখিন পরিচালিত অপূর্ব ও নাজনীন নেহা অভিনীত মেঘ বালিকা। রুবেল আনুশ পরিচালিত মুশফিক ফারহান ও সাফা কবির অভিনীত কানামাছি।
খায়রুল বাশার ও সামিরা খান মাহি অভিনীত টেলিফিল্ম ‘হতাহতের ঘটনা’
রাফাত মজুমদার রিংকু পরিচালিত খায়রুল বাশার ও সামিরা খান মাহি অভিনীত হতাহতের ঘটনা। আরিফ খান পরিচালিত আফজাল হোসেন ও মৌ অভিনীত ঘোর। তানিম রহমান অংশু পরিচালিত জিয়াউল পলাশ ও সাফা কবির অভিনীত খালিদ। মোস্তফা খান শিহান পরিচালিত আরশ খান ও রিয়া মনি অভিনীত ফুলপুর।
বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের পারিশ্রমিক নিয়ে দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে। দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানৌত, কারিনা কাপুরের মতো তারকারা তাদের অভিনয়ের দক্ষতায় দর্শকদের মন জয় করেছেন। কিন্তু পারিশ্রমিকের দিক থেকে সবচেয়ে এগিয়ে ছিলেন দীপিকা।
দীর্ঘ ৬ বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। ফিরেই দখল করলেন সেরার আসন। দীর্ঘদিন ধরে রাজত্ব করা দীপিকা পাড়ুকোনকে সরিয়ে সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত নায়িকা এখন তিনি। নিজের আসন্ন সিনেমার জন্য রেকর্ড গড়া পারিশ্রমিক নিয়েছেন প্রিয়াঙ্কা।
‘পিঙ্গা’ গানে দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া
সাধারণত পুরুষ অভিনেতাদের তুলনায় নায়িকাদের পারিশ্রমিক কম দেওয়ার রীতি প্রচলিত। কিন্তু কিছু অভিনেত্রী এই ধারণাকে বদলে দিয়েছেন। এত দিন দীপিকা পাড়ুকোন সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হিসেবে পরিচিত ছিলেন, তবে এবার সেই মুকুট এসে পড়েছে প্রিয়াঙ্কা চোপড়ার ঝুলিতে।
দীর্ঘ ছয় বছর পর এস এস রাজামৌলির পরবর্তী সিনেমার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন প্রিয়াঙ্কা। এতে মুল ভূমিকায় দেখা যাবে মহেশ বাবুকে। এর মাধ্যমে প্রায় দুই দশক পর দক্ষিণী সিনেমায় প্রত্যাবর্তন করছেন প্রিয়াঙ্কা, আর এই সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন ৩০ কোটি টাকা! এর আগে এত বড় অঙ্কের পারিশ্রমিক কোনো বলিউড অভিনেত্রী পাননি।
প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন
এর আগে দীপিকা পাড়ুকোন তার বহুল প্রতীক্ষিত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’র জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন, যা তাকে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীর তালিকায় রেখেছিল। তবে প্রিয়াঙ্কা এবার সেই জায়গা দখল করলেন। শুধু ভারতীয় সিনেমা নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও তিনি নজির গড়েছেন। তার হলিউড ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এর জন্য তিনি নিয়েছিলেন ৪১ কোটি টাকা!
এই পরিসংখ্যানই প্রমাণ করছে যে বলিউডে অভিনেত্রীদের পারিশ্রমিকের মাপকাঠি বদলে যাচ্ছে, আর সেই পরিবর্তনের অন্যতম পথপ্রদর্শক হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা চোপড়া! বলিউডের অনেক নায়কের ভাগ্যেও এই পারিশ্রমিক জোটে না যা প্রিয়াঙ্কা নিতে চলেছেন।
প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন
পুরুষকেন্দ্রিক সিনেমাতেও নারী চরিত্রে এমন পারিশ্রমিক এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলা যায়।
হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। এই অভিনেতার সিনেমা মানেই বক্স অফিস হিট। লিওনার্দো ডিক্যাপ্রিও সিনেমা মুক্তির অপেক্ষায় থাকেন ভক্তরা। তবে এবার কিছুটা হতাশ হতে হবে তার ভক্তদের। কারণ তার আসন্ন সিনেমা মুক্তির তারিখ পিছিয়েছে। আর বিষয়টা সামনে আসার পর থেকেই শুরু হয় নানান আলোচনা।
ভ্যারাইটির প্রতিবেদন বলছে, ওয়ার্নার ব্রস কর্তৃক সিনেমা মুক্তির তারিখে বড় পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ও লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, যার মুক্তির তারিখ আগের ৮ আগস্ট থেকে পেছানো হয়েছে ২৬ সেপ্টেম্বর ২০২৫।
এ সিনেমার গল্প নিয়ে রহস্য রেখেছেন নির্মাতা। ধারণা করা হচ্ছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ একটি ক্রাইম থ্রিলার। সিনেমাটি কারিগরি দিকে অন্যান্য চলচ্চিত্র থেকে এগিয়ে। প্রেক্ষাগৃহে ভিস্তা ভিশন প্রজেকশন সিস্টেম ব্যবহার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ মুক্তি পেছানোর একটি কারণ।
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায় লিওনার্দো ডিক্যাপ্রিও
পরিচালক অ্যান্ডারসনের মতে, এ প্রযুক্তিতে প্রদর্শিত হলে সিনেমাটি যথাযথভাবে উপভোগ করতে পারবেন দর্শক। সেইসঙ্গে, সিনেমাটি আগস্ট থেকে সেপ্টেম্বরের গ্রীষ্মকালীন বক্স অফিস সিজন থেকে বেরিয়ে পুরস্কারের মৌসুমের কাছাকাছি মুক্তি পাচ্ছে। তাই পুরস্কার নিয়েও বেশ আশাবাদী লিওনার্দো ভক্তরা।
সিনেমায় ডিক্যাপ্রিও ছাড়া আরও অভিনয় করেছেন শন পেন, বেনিসিও ডেল টোরো, রেজিনা হল এবং তেয়ানা টেইলর। সিনেমাটির ভক্তদের জন্য দারুণ চমক নিয়ে আসছে বলছেন নির্মাতা।
প্রসঙ্গত, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছাড়াও ম্যাগি জিলেনহাল পরিচালিত ‘দ্য ব্রাইড’ সিনেমার মুক্তির তারিখও পেছানো হয়েছে। এটি আগামী বছরের ৬ মার্চ মুক্তি পাবে, যেখানে ক্রিশ্চিয়ান বেল ও জেসি বাকলি অভিনয় করছেন।
অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও
অন্যদিকে, পরিচালক জ্যাক ক্রেগারের পরবর্তী সিনেমা ‘ওয়েপনস’ ৮ আগস্ট মুক্তি পাবে, যা পূর্বে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর মুক্তির তারিখ ছিল। এ সিনেমায় অভিনয় করেছেন জোশ ব্রোলিন ও জুলিয়া গার্নার। অ্যান হ্যাথাওয়ে, ইওয়ান মেকগ্রেগর এবং মেইসি স্টেলা অভিনীত ‘ফ্লাওয়ারভেল স্ট্রিট’ সিনেমাটি মার্চ ২০২৬ থেকে পিছিয়ে ১৪ আগস্ট ২০২৬ মুক্তি পাবে।
গানের দৃশ্যে ফজলুর রহমান বাবু, জেফার রহমান, হিমি ও সিয়াম আহমেদ এবং নাসির উদ্দিন খান
বিনোদন
দেশে বহুমুখী প্রতিভাধর তারকা অনেকেই আছেন। তবে সমান্তরালে একই সময়ে তাদের দুই ভূমিকায় সেভাবে পাওয়া যায় না। যেমনটা এবারের ঈদে ঘটছে। ঈদে বেশ কিছু তারকার বহুমুখী প্রতিভার দেখা পাবেন দর্শক-শ্রোতা।
একদিকে যেমন পর্দায় তাদের দেখা মিলবে, অন্যদিকে তাদের কণ্ঠে গানও শুনবেন অনুরাগীরা। এমন ছয় তারকাকে নিয়ে আজকের আয়োজন-
ঈদ ‘ইত্যাদি’তে গাইছেন হিমি ও সিয়াম
সিয়াম আহমেদ
বড়পর্দার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত ছবি ‘জংলি’। এম রাহিমের ছবিটি ঘিরে এরই মধ্যে দর্শকের আগ্রহ জন্মেছে। টিজার ও গানে ছবির আবেদন বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন সংশ্লিষ্টরা। বড় পর্দায় ‘জংলি’ হয়ে যেমন হাজির হবেন তিনি, তেমনি তাকে দেখা যাবে ছোট পর্দায়, গায়কের ভূমিকায়। বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে একটি গান গেয়েছেন তিনি। এবারই প্রথম কোনো গানে কণ্ঠ দিলেন এ অভিনেতা। ফলে এই ঈদ তার ভক্তদের জন্যও স্পেশাল বটে।
ঈদ ‘ইত্যাদি’তে হিমি ও সিয়াম
জান্নাতুল সুমাইয়া হিমি
সিয়ামের গাওয়া ‘ইত্যাদি’র সেই গান দিয়ে গায়িকা হিসেবেও টিভিতে অভিষেক হতে চলেছে জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর-সংগীত ইমরান মাহমুদুলের। ছোটবেলা থেকে গানের চর্চা করে এসেছেন তিনি। তবে বড় হয়ে অভিনয়কেই বেছে নিয়েছেন। এ গানের পাশাপাশি হিমির যে পরিচয়, সে ভুবনে থাকছেন যথারীতি। ঈদের একগুচ্ছ নাটকে হাজির হবেন অভিনেত্রী। ‘নিহারকলি’, ‘স্বপ্নচুরি’, ‘একান্নবর্তী’সহ বিভিন্ন নাটকে তাকে পাওয়া যাবে।
ঈদ ‘ইত্যাদি’র দৃশ্যে ফজলুর রহমান বাবু ও মোমেনা চৌধুরী
ফজলুর রহমান বাবু
অভিনেতা ও গায়ক দুই পরিচয়েই সাফল্য পেয়েছেন ফজলুর রহমান বাবু। এই ঈদেও তাকে পাওয়া যাবে উভয় ভূমিকায়। মেহেদী হাসান হৃদয়ের ছবি ‘বরবাদ’-এ অভিনয় করেছেন তিনি। ঈদের সবচেয়ে আলোচিত এ ছবির নায়ক শাকিব খান। সঙ্গে আছেন আরো অনেক দাপুটে অভিনয়শিল্পী। ছবির বাইরে বাবুকে পাওয়া যাবে গানে, ইত্যাদিতে। মধ্যবিত্তের অর্থনৈতিক টানাপড়েন নিয়ে একটি গান গেয়েছেন তিনি। ব্যতিক্রম ধাঁচের এ গানের অভিনয়েও দেখা যাবে তাঁকে। সঙ্গে থাকবেন মোমেনা চৌধুরী, আনোয়ার শাহী ও র্যাপার মাহমুদুল হাসান।
‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’-এর দৃশ্যে নাসির উদ্দিন খান
নাসির উদ্দিন খান
‘মাইশেলফ অ্যালেন স্বপন’ প্রথম সিজনে বৈয়ম পাখি গানটি দারুণ আলোচনায় আসে। সেই গানে কণ্ঠ দিয়েছিলেন এই সিরিজের প্রধান অভিনেতা নাসির উদ্দিন খান। এবার আসছে সিরিজটি দ্বিতীয় সিজন। আর তাতে অভিনয়ের পাশাপাশি ‘বৈয়ম পাখি ২.০’ গানটি গেয়েছেন নাসির উদ্দিন খান।
‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’-এর দৃশ্যে জেফার রহমান
জেফার রহমান
‘বৈয়ম পাখি ২.০’ গানটিতে নাসির উদ্দিন খানের সঙ্গে গেয়েছেন এ সময়ের আলোচিত গায়িকা জেফার রহমান। খৈয়াম শানু সন্ধির সুর ও সংগীতায়োজনে গানটি লিখেছেন সন্ধি, ম্যাক্স রহমান ও শেখ কোরাশানী। গত বছরের এপ্রিলে অভিনয়ে অভিষেক হয়েছিল জেফার রহমানের। মোস্তফা সরয়ার ফারুকীর ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’তে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরীর সঙ্গে। এই ঈদে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। শিহাব শাহীনের সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর দ্বিতীয় সিজনে অভিনয়ও করেছেন জেফার।। এই সিরিজে এবারও দেখা যাবে জনপ্রিয় তারকা রাফিয়াত রশীদ মিথিলাকে।
তাহসান খান
তাহসান খান
তাহসান খান-প্রথমত গায়ক, দ্বিতীয়ত অভিনেতা। মাঝে অভিনয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন। তবে সম্প্রতি ফের মনোযোগী হয়েছেন গানে। একের পর এক গানে পাওয়া যাচ্ছে তাকে। ‘জংলি’ ছবির ‘জনম জনম’ গেয়েছেন তিনি। প্রিন্স মাহমুদের কথা-সুরের গানটিতে তার সহশিল্পী আতিয়া আনিসা। ঈদের আরেক ছবি শিহাব শাহীনের ‘দাগি’তেও রয়েছে তাহসানের গান। এটি তাঁর সঙ্গে গেয়েছেন মাশা ইসলাম। সাদাত হোসাইনের কথায় গানটির সুর-সংগীত করেছেন সাজিদ সরকার। দুই গানের বাইরে অভিনেতা তাহসানও আছেন পর্দায়। অভিনয় না করলেও মডেলিং-এর সুবাদে তাকে দেখা যাচ্ছে ঈদ আয়োজেনে। ঈদ উপলক্ষে একটি স্মার্টফোন ব্র্যান্ড ও একটি জনপ্রিয় জুতার ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন তিনি। দিন কয়েক আগে দুটি বিজ্ঞাপনেরই প্রচার শুরু হয়েছে।