বীরের জন্মদিনে যে ‘উইশ’ শাকিব খানের

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আজ এই ছবিটি পোস্ট করে বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাবা শাকিব খান

আজ এই ছবিটি পোস্ট করে বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাবা শাকিব খান

দুই স্ত্রীর সঙ্গেই দূরত্ব। কিন্তু দুই ছেলের প্রতি ভালোবাসার কমতি নেই ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের। তাইতো ঈদে মুক্তি প্রতিক্ষীত ‘বরবাদ’-এর প্রচারণার ব্যস্ততার মধ্যেও ছোট ছেলে বীরের ‘স্পেশ্যাল ডে’ ভুলে যান নি তিনি।

বাপ-বেটার দারুণ একটি ছবি পোস্ট করে বীরের জন্মদিনে উইশ করেছেন শাকিব খান। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার।’

বিজ্ঞাপন

এরপর ছেলের প্রতি শুভকামনা জানান শাকিব। তার ভাষ্যে, ‘বড় হয়ে একজন সত্যিকারের ভালো মানুষ হও। মহান আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, পৃথিবীর সব সুখ আর সফলতাকে যেন তুমি স্পর্শ করতে পারো তোমার জীবনে।’

আজ এই ছবিটি পোস্ট করে বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাবা শাকিব খান

এরপর জানিয়ে দিলেন বাবা হিসেবে তিনি সব সময় পাশে আছেন। শাকিব লিখেছেন, ‘মনে রেখো, যখনই তোমার আমাকে প্রয়োজন হবে, আমি সবসময় তোমার পাশে আছি, ভালোবাসি!’

বিজ্ঞাপন

শাকিবের এই বার্তা এবং ছবি নেটিজেনরা খুব পছন্দ করেছে। এরইমধ্যে ছবিটি প্রায় এক লক্ষ মানুষ লাইক করেছ। অনেক মানুষ বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে।

শুধু বীর নয়, বড় ছেলে জয়-এর জন্মদিনেও শাকিব খান একইভাবে শুভকামনা জানান সোশ্যাল মিডিয়ায়। ‘স্পেশ্যাল ডে’ ছাড়াও তিনি সময় বের করে ছেলেদের সঙ্গে একান্তে সময় কাটান।

Caption

তবে বাবা ছেলের মধ্যে সম্পর্ক যাই থাকুক, শাকিবকে নিয়ে দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর টানা হ্যাচড়া কিছুতেই বন্ধ হচ্ছে না। দুজনই শাকিবকে তাদের স্বামী দাবী করে একে অন্যকে কটাক্ষ করার একটি সুযোগও হাগছাড়া করেন না!