ঈদে গানেও আছেন, অভিনয়েও আছেন তারা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গানের দৃশ্যে ফজলুর রহমান বাবু, জেফার রহমান, হিমি ও সিয়াম আহমেদ এবং নাসির উদ্দিন খান

গানের দৃশ্যে ফজলুর রহমান বাবু, জেফার রহমান, হিমি ও সিয়াম আহমেদ এবং নাসির উদ্দিন খান

দেশে বহুমুখী প্রতিভাধর তারকা অনেকেই আছেন। তবে সমান্তরালে একই সময়ে তাদের দুই ভূমিকায় সেভাবে পাওয়া যায় না। যেমনটা এবারের ঈদে ঘটছে। ঈদে বেশ কিছু তারকার বহুমুখী প্রতিভার দেখা পাবেন দর্শক-শ্রোতা।

একদিকে যেমন পর্দায় তাদের দেখা মিলবে, অন্যদিকে তাদের কণ্ঠে গানও শুনবেন অনুরাগীরা। এমন ছয় তারকাকে নিয়ে আজকের আয়োজন-

বিজ্ঞাপন
ঈদ ‘ইত্যাদি’তে গাইছেন হিমি ও সিয়াম

সিয়াম আহমেদ

বড়পর্দার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত ছবি ‘জংলি’। এম রাহিমের ছবিটি ঘিরে এরই মধ্যে দর্শকের আগ্রহ জন্মেছে। টিজার ও গানে ছবির আবেদন বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন সংশ্লিষ্টরা। বড় পর্দায় ‘জংলি’ হয়ে যেমন হাজির হবেন তিনি, তেমনি তাকে দেখা যাবে ছোট পর্দায়, গায়কের ভূমিকায়। বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে একটি গান গেয়েছেন তিনি। এবারই প্রথম কোনো গানে কণ্ঠ দিলেন এ অভিনেতা। ফলে এই ঈদ তার ভক্তদের জন্যও স্পেশাল বটে।

বিজ্ঞাপন
ঈদ ‘ইত্যাদি’তে হিমি ও সিয়াম

জান্নাতুল সুমাইয়া হিমি

সিয়ামের গাওয়া ‘ইত্যাদি’র সেই গান দিয়ে গায়িকা হিসেবেও টিভিতে অভিষেক হতে চলেছে জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর-সংগীত ইমরান মাহমুদুলের। ছোটবেলা থেকে গানের চর্চা করে এসেছেন তিনি। তবে বড় হয়ে অভিনয়কেই বেছে নিয়েছেন। এ গানের পাশাপাশি হিমির যে পরিচয়, সে ভুবনে থাকছেন যথারীতি। ঈদের একগুচ্ছ নাটকে হাজির হবেন অভিনেত্রী। ‘নিহারকলি’, ‘স্বপ্নচুরি’, ‘একান্নবর্তী’সহ বিভিন্ন নাটকে তাকে পাওয়া যাবে।

ঈদ ‘ইত্যাদি’র দৃশ্যে ফজলুর রহমান বাবু ও মোমেনা চৌধুরী

ফজলুর রহমান বাবু

অভিনেতা ও গায়ক দুই পরিচয়েই সাফল্য পেয়েছেন ফজলুর রহমান বাবু। এই ঈদেও তাকে পাওয়া যাবে উভয় ভূমিকায়। মেহেদী হাসান হৃদয়ের ছবি ‘বরবাদ’-এ অভিনয় করেছেন তিনি। ঈদের সবচেয়ে আলোচিত এ ছবির নায়ক শাকিব খান। সঙ্গে আছেন আরো অনেক দাপুটে অভিনয়শিল্পী। ছবির বাইরে বাবুকে পাওয়া যাবে গানে, ইত্যাদিতে। মধ্যবিত্তের অর্থনৈতিক টানাপড়েন নিয়ে একটি গান গেয়েছেন তিনি। ব্যতিক্রম ধাঁচের এ গানের অভিনয়েও দেখা যাবে তাঁকে। সঙ্গে থাকবেন মোমেনা চৌধুরী, আনোয়ার শাহী ও র‌্যাপার মাহমুদুল হাসান।

‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’-এর দৃশ্যে নাসির উদ্দিন খান

নাসির উদ্দিন খান

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ প্রথম সিজনে বৈয়ম পাখি গানটি দারুণ আলোচনায় আসে। সেই গানে কণ্ঠ দিয়েছিলেন এই সিরিজের প্রধান অভিনেতা নাসির উদ্দিন খান। এবার আসছে সিরিজটি দ্বিতীয় সিজন। আর তাতে অভিনয়ের পাশাপাশি ‘বৈয়ম পাখি ২.০’ গানটি গেয়েছেন নাসির উদ্দিন খান। 

‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’-এর দৃশ্যে জেফার রহমান

জেফার রহমান

‘বৈয়ম পাখি ২.০’ গানটিতে নাসির উদ্দিন খানের সঙ্গে গেয়েছেন এ সময়ের আলোচিত গায়িকা জেফার রহমান।  খৈয়াম শানু সন্ধির সুর ও সংগীতায়োজনে গানটি লিখেছেন সন্ধি, ম্যাক্স রহমান ও শেখ কোরাশানী। গত বছরের এপ্রিলে অভিনয়ে অভিষেক হয়েছিল জেফার রহমানের। মোস্তফা সরয়ার ফারুকীর ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’তে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরীর সঙ্গে। এই ঈদে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। শিহাব শাহীনের সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর দ্বিতীয় সিজনে অভিনয়ও করেছেন জেফার।। এই সিরিজে এবারও দেখা যাবে জনপ্রিয় তারকা রাফিয়াত রশীদ মিথিলাকে।

তাহসান খান

তাহসান খান

তাহসান খান-প্রথমত গায়ক, দ্বিতীয়ত অভিনেতা। মাঝে অভিনয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন। তবে সম্প্রতি ফের মনোযোগী হয়েছেন গানে। একের পর এক গানে পাওয়া যাচ্ছে তাকে। ‘জংলি’ ছবির ‘জনম জনম’ গেয়েছেন তিনি। প্রিন্স মাহমুদের কথা-সুরের গানটিতে তার সহশিল্পী আতিয়া আনিসা। ঈদের আরেক ছবি শিহাব শাহীনের ‘দাগি’তেও রয়েছে তাহসানের গান। এটি তাঁর সঙ্গে গেয়েছেন মাশা ইসলাম। সাদাত হোসাইনের কথায় গানটির সুর-সংগীত করেছেন সাজিদ সরকার। দুই গানের বাইরে অভিনেতা তাহসানও আছেন পর্দায়। অভিনয় না করলেও মডেলিং-এর সুবাদে তাকে দেখা যাচ্ছে ঈদ আয়োজেনে। ঈদ উপলক্ষে একটি স্মার্টফোন ব্র্যান্ড ও একটি জনপ্রিয় জুতার ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন তিনি। দিন কয়েক আগে দুটি বিজ্ঞাপনেরই প্রচার শুরু হয়েছে।