ডিক্যাপ্রিও ভক্তদের জন্য দুঃসংবাদ!
-
-
|

হলিউড মেগাস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও
হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। এই অভিনেতার সিনেমা মানেই বক্স অফিস হিট। লিওনার্দো ডিক্যাপ্রিও সিনেমা মুক্তির অপেক্ষায় থাকেন ভক্তরা। তবে এবার কিছুটা হতাশ হতে হবে তার ভক্তদের। কারণ তার আসন্ন সিনেমা মুক্তির তারিখ পিছিয়েছে। আর বিষয়টা সামনে আসার পর থেকেই শুরু হয় নানান আলোচনা।
ভ্যারাইটির প্রতিবেদন বলছে, ওয়ার্নার ব্রস কর্তৃক সিনেমা মুক্তির তারিখে বড় পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ও লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, যার মুক্তির তারিখ আগের ৮ আগস্ট থেকে পেছানো হয়েছে ২৬ সেপ্টেম্বর ২০২৫।
এ সিনেমার গল্প নিয়ে রহস্য রেখেছেন নির্মাতা। ধারণা করা হচ্ছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ একটি ক্রাইম থ্রিলার। সিনেমাটি কারিগরি দিকে অন্যান্য চলচ্চিত্র থেকে এগিয়ে। প্রেক্ষাগৃহে ভিস্তা ভিশন প্রজেকশন সিস্টেম ব্যবহার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ মুক্তি পেছানোর একটি কারণ।
পরিচালক অ্যান্ডারসনের মতে, এ প্রযুক্তিতে প্রদর্শিত হলে সিনেমাটি যথাযথভাবে উপভোগ করতে পারবেন দর্শক। সেইসঙ্গে, সিনেমাটি আগস্ট থেকে সেপ্টেম্বরের গ্রীষ্মকালীন বক্স অফিস সিজন থেকে বেরিয়ে পুরস্কারের মৌসুমের কাছাকাছি মুক্তি পাচ্ছে। তাই পুরস্কার নিয়েও বেশ আশাবাদী লিওনার্দো ভক্তরা।
সিনেমায় ডিক্যাপ্রিও ছাড়া আরও অভিনয় করেছেন শন পেন, বেনিসিও ডেল টোরো, রেজিনা হল এবং তেয়ানা টেইলর। সিনেমাটির ভক্তদের জন্য দারুণ চমক নিয়ে আসছে বলছেন নির্মাতা।
প্রসঙ্গত, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছাড়াও ম্যাগি জিলেনহাল পরিচালিত ‘দ্য ব্রাইড’ সিনেমার মুক্তির তারিখও পেছানো হয়েছে। এটি আগামী বছরের ৬ মার্চ মুক্তি পাবে, যেখানে ক্রিশ্চিয়ান বেল ও জেসি বাকলি অভিনয় করছেন।
অন্যদিকে, পরিচালক জ্যাক ক্রেগারের পরবর্তী সিনেমা ‘ওয়েপনস’ ৮ আগস্ট মুক্তি পাবে, যা পূর্বে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর মুক্তির তারিখ ছিল। এ সিনেমায় অভিনয় করেছেন জোশ ব্রোলিন ও জুলিয়া গার্নার। অ্যান হ্যাথাওয়ে, ইওয়ান মেকগ্রেগর এবং মেইসি স্টেলা অভিনীত ‘ফ্লাওয়ারভেল স্ট্রিট’ সিনেমাটি মার্চ ২০২৬ থেকে পিছিয়ে ১৪ আগস্ট ২০২৬ মুক্তি পাবে।